Women IPL: ৯৫১ কোটি টাকায় বিক্রিত মহিলা আইপিএল মিডিয়া স্বত্ত্ব কিনল ভায়াকম ১৮

মহিলাদের আইপিএলের (Women IPL) মিডিয়া স্বত্ত্ব আগামী পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় কিনল ভায়াকম ১৮। ম্যাচ পিছু ৭.০৯ কোটি টাকায় মহিলাদের আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব কিনল ভায়াকম ১৮

women's IPL

মহিলাদের আইপিএলের (Women IPL) মিডিয়া স্বত্ত্ব আগামী পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় কিনল ভায়াকম ১৮। ম্যাচ পিছু ৭.০৯ কোটি টাকায় মহিলাদের আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব কিনল ভায়াকম ১৮। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভায়াকম এর প্রশংসায় ঝুলন।

ছেলেদের আইপিএলের মত প্রথম বছর থেকেই জনপ্রিয়তার শিখর স্পর্শ করবে মহিলাদের আইপিএল। মহিলা ক্রিকেটে পেশাদারিত্ব আসবে। মহিলারা ক্রিকেট খেলায় উদ্যোগী হবে। মহিলা ক্রিকেট খেলে যে রোজগার করা সহজ, তা প্রমাণিত হবে। সবাই হয়তো দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু যারা আইপিএল খেলবে, তারাও আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং ভাল খেললে অবশ্যই প্রচার পাবেন। সুযোগ বাড়বে। বলে মনে করেন কিংবদন্তি মহিলা ক্রিকেট তারকা।

মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্সের ভায়াকম ১৮। বিসিসিআইয়ের সঙ্গে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত, অর্থাৎ ৫ বছরের চুক্তি মোট ৯৫১ কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম। টুইটারে বিসিসিআই সচিব জয় শাহর। মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে ভায়াকমের লড়াই ছিল ডিজনি স্টার, সোনি ও জি-এর বিরুদ্ধে।

সবাইকে ছাপিয়ে গিয়েছে ভায়াকম। টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব কেনার জন্য ম্যাচপিছু ৭ কোটি টাকা করে দেবে। ৩ মার্চ থেকে ২৬ মার্চ মহিলাদের প্রথম আইপিএল। পুরুষদের আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি মহিলাদের দল কিনতে আগ্রহী। ছ’টি দলের মালিকানা জানা যাবে ২৫ জানুয়ারি।