এক নয়, UP থেকে খেলবে চার দল? IPL নিয়ে বোর্ডকে অনুরোধ যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ক্রীড়াক্ষেত্রে বড়সড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। আইপিএলের মঞ্চে (IPL) উত্তরপ্রদেশের প্রতিভাবান ক্রিকেটারদের আরও বেশি সুযোগ করে দিতে…

Uttar Pradesh CM Yogi Adityanath asks BCCI for 4 IPL Team to Boost Local Cricket Talent

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ক্রীড়াক্ষেত্রে বড়সড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। আইপিএলের মঞ্চে (IPL) উত্তরপ্রদেশের প্রতিভাবান ক্রিকেটারদের আরও বেশি সুযোগ করে দিতে এবার বিসিসিআইয়ের (BCCI) দ্বারস্থ হতে চলেছেন তিনি? মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, “২৫ কোটি মানুষের রাজ্য উত্তরপ্রদেশ, অথচ আইপিএলে মাত্র একটি দল? আমি চাই, এই রাজ্য থেকে অন্তত চারটি দল আইপিএলে অংশগ্রহণ করুক।”

Advertisements

নতুন অধিনায়ক পেল ভারত! শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল BCCI

   

বর্তমানে আইপিএলে উত্তরপ্রদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল হল লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এই দলের হোম গ্রাউন্ড লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়াম। তবে উত্তরপ্রদেশের আরেকটি ঐতিহ্যবাহী ভেন্যু রয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, যেখানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়।

সাম্প্রতিক সময়ে লখনউয়ে অনুষ্ঠিত হল ইউপি টি২০ লিগের তৃতীয় সংস্করণের ফাইনাল ম্যাচ। সেই বিশেষ মুহূর্তে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি রাজীব শুক্লাও। টসের আগেই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, “আমাদের রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর দ্রুত উন্নয়ন হচ্ছে। আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় উঠে আসছেন উত্তরপ্রদেশ থেকেই। আইপিএলের মতো প্ল্যাটফর্মে রাজ্যের ক্রিকেটারদের সুযোগ বাড়লে তাঁরা নিজেদের প্রতিভা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন।”

খেলা বদলাচ্ছে? ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ঐতিহাসিক সাফল্য ভারতের

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ইতিমধ্যেই বারাণসী, অযোধ্যা ও গোরখপুরে আধুনিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে এবং ক্রীড়ানীতিতে প্রতিটি জনপদে একটি করে স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। যোগীর এই মন্তব্যের পরই ক্রীড়ামহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি আগামীতে উত্তরপ্রদেশের একাধিক শহর থেকে আইপিএলে অংশ নিতে দেখা যাবে নতুন নতুন দলকে?

Uttar Pradesh CM Yogi Adityanath asks BCCI for 4 IPL Team to Boost Local Cricket Talent