East Bengal: কুয়াদ্রত আসার পর ইস্টবেঙ্গলে বেড়েছে গোপনীয়তা?

কোচের ওপর অনেক কিছু নির্ভর করে। এক মরসুম আগেও ইস্টবেঙ্গলের (East Bengal) দল বদল নিয়ে জারি থাকতো প্রচুর জল্পনা। কলকাতা ময়দানে কান পাতলেই শোনা যেত…

East Bengal Coach Carles Cuadrat

কোচের ওপর অনেক কিছু নির্ভর করে। এক মরসুম আগেও ইস্টবেঙ্গলের (East Bengal) দল বদল নিয়ে জারি থাকতো প্রচুর জল্পনা। কলকাতা ময়দানে কান পাতলেই শোনা যেত একের পর এক সম্ভাব্য নাম. জল্পনা এখনও রয়েছে। তবে প্রবণতা কম। কোন ফর্মুলায় গোপনীয়তা বাড়ল ইস্টবেঙ্গল ক্লাবে?

East Bengal: কুয়াদ্রতের এই ‘আবিষ্কার’ ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন দীর্ঘ দিন

   

এ বছর শেষ হওয়া মরসুমের মাঝামাঝি সময়ে চমক দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত। জর্ডন থেকে নিয়ে এসেছিলেন হিজাজি মাহেরকে। চোট পাওয়া জর্ডান এলসের জায়গায় ক্লাব কাকে সই করবে তখন এই নিয়ে ছিল সমর্থকদের মধ্যে আলোচনা। কোচ যে নিজে গিয়ে ফুটবলার চূড়ান্ত করে আসবেন এটা অনেকেই ভাবেবনি। দ্রুততর সঙ্গে অথচ যতটা সম্ভব ততটা গোপনীয়তা বজায় রেখে মাহেরকে লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত করেছিলেন কোচ।

Mohammedan SC: দিল্লি এফসির এই ফুটবলারের দিকে নজর দুই ক্লাবের

আগামী মরসুমে হিজাজি মাহের ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরেই মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে ক্লেইটন সিলভা, সাউল ক্রেসপোরাও হয়তো থাকছেন। নতুন বিদেশি কারা ? খুব বেশি নাম কিন্তু শোনা যাচ্ছে না।

মাদিহ তালাল ছাড়া ইস্টবেঙ্গল নতুন কোন কোন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে চলেছে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে কিছু দিন আগে হওয়া বৈঠকে লাল হলুদ কর্তারা ইঙ্গিত দিয়েছেন, সইসাবুদ করার কাজ বেশ কিছুটা এগিয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে। নতুন কারা যোগ দিচ্ছেন ক্লাবে? আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।