Monday, December 8, 2025
HomeSports Newsহ্যাটট্রিকও ম্লান করতে পারল না ইউনাইটেডে স্পোর্টসের ঘরের ছেলের গোল

হ্যাটট্রিকও ম্লান করতে পারল না ইউনাইটেডে স্পোর্টসের ঘরের ছেলের গোল

- Advertisement -

পকেট ডিনামাইট বলা হয় তাকে। ইউনাইটেড স্পোর্টসের ঘরের ছেলে। এবার সুযোগ পেয়েছেন আই লীগে, দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগে। মঙ্গলবার গোল করলেন তারক হেমব্রম (Tarek Hembrom)।

আন্তর্জাতিক ম্যাচের কারণে ইন্ডিয়ান সুপার লীগে বিরতি চলছে। চলছে আই লীগ। সরাসরি সব ম্যাচ দেখা না গেলেও ফুটবল প্রেমীরা নজর রাখছেন বিভিন্ন ম্যাচের দিকে। এদিন আই লীগের দ্বিতীয় ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল নেরোকা। ম্যাচে হয়েছে চারটি গোল।

   

বিরতির আগে তারক হেমব্রমের করা গোলে এগিয়ে গিয়েছিল নেরোকা। এবারের নেরোকার স্কোয়াডে একাধিক বঙ্গ সন্তান রয়েছেন। ম্যাচের ৩৩ মিনিটে গোল করে নিজের ফুটবল স্কিলের পরিচয় দিয়েছেন তারক। গোটা ম্যাচ জুড়ে খেলেছেন তিনি। এই গোল অনেক দিন মনে রাখবেন তারক ও ইউনাইটেড স্পোর্টস। দল জিতলে স্মৃতি আরও সুখকর হতে পারতো।

তারকের দুর্দান্ত গোলের জবাবে বিরতির পর হ্যাটট্রিক। হ্যাটট্রিক করে কল্যানী স্টেডিয়ামে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আইজল এফসির Lalbiaknia। ৯২ মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। এদিনের ম্যাচের পর আই লীগ খেতাব জয়ের লড়াইয়ে আরও জোরালো ভাবে চলে এল আইজল। প্রথম জয়ের খোঁজে রয়েছে নেরোকা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular