CFL : গোল্ড কাপ জয়ী ভবানীপুরকে হারিয়েই এক নম্বরে ইউনাইটেড স্পোর্টস

নৈহাটি গোল্ড কাপের ফাইনালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত হতে হয়েছিল। সেদিন ফর্মে ছিল না দল। এবার কলকাতা ফুটবল লিগে (CFL) মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ও…

CFL

নৈহাটি গোল্ড কাপের ফাইনালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত হতে হয়েছিল। সেদিন ফর্মে ছিল না দল। এবার কলকাতা ফুটবল লিগে (CFL) মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ও ভবানীপুর।

একটি মাত্র গোলে হয়েছিল ম্যাচের ভাগ্য নির্ধারণ। এতদিন কলকাতা ফুটবল লিগে ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর স্পোর্টিং ক্লাব দুই দলই ছিল অপরাজিত। গোল পার্থক্যের বিচারে এগিয়ে ছিল ভবানীপুর। ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত হওয়ার ফলে লিগ ক্রম তালিকায় নেমে এসেছে তারা। এক নম্বরে ইউনাইটেড স্পোর্টস।

ম্যাচের একমাত্র গোল ইউনাইটেডের বিদেশি ফুটবলার কামঙ্গার। ময়দানের জায়ান্ট কিলার বলে পরিচিত দলকে হারিয়ে উচ্ছ্বসিত পার্পল ব্রিগেড।

Advertisements

ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এই ম্যাচে পূর্ণ শক্তির দল মাঠে নামায়নি ভবানীপুর। প্রথম একাদশে ছিলেন না তারকা ডিফেন্ডার ইচে। ছিলেন না জিতেন মুর্মু। তবে কিংশুক দেবনাথ, সঞ্জু প্রধান, রানা ঘরামীরা মাঠে ছিলেন।