I League-এ বড় দল পেলেন ইউনাইটেডের স্পোর্টসের ‘পকেট ডিনামাইট’

ছরের পর বছর ধরে জাতীয় ফুটবল আঙিনায় একাধিক সম্ভাবনাময় ফুটবলার তুলে ধরেছে ইউনাইটেড স্পোর্টস । তাদেরই ঘরের ছেলে তারক হেমব্রম (Tarak Hembram) পেয়ে গেলেন বড় সুযোগ।

Tarak Hembram

তৃণমূল স্তর থেকে প্রতিভা খুঁজে নিয়ে আসার কাজে রত ইউনাইটেড স্পোর্টস ক্লাব। বছরের পর বছর ধরে জাতীয় ফুটবল আঙিনায় একাধিক সম্ভাবনাময় ফুটবলার তুলে ধরেছে ইউনাইটেড স্পোর্টস । তাদেরই ঘরের ছেলে তারক হেমব্রম (Tarak Hembram) পেয়ে গেলেন বড় সুযোগ। আই লীগের নামকরা ক্লাবে খেলবেন তিনি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই তারকের দল বদলের খবর। আই লীগের ক্লাব নেরোকায় যোগ দিচ্ছেন তারক হেমব্রম। চলতি মরসুমেও ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তারক। দল ধারাবাহিকভাবে খেলতে না পারলেও মাঝমাঠে আগলে রাখার দায়িত্ব সামলেছেন নিরন্তর। গোল পেয়েছেন কলকাতা ফুটবল লীগে।

তারকের দল বদল প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বলা হয়েছে, “শেষ তিন বছরে কলকাতা প্রিমিয়ার ডিভিশন তো বটেই এমন কি আই লীগ দ্বিতীয় ডিভিশন এও গেম চেঞ্জিং পারফরম্যান্স করে আসছিল এই ছোট্ট চেহারার ছেলেটি। স্বাভাবিক ভাবেই সবার মত আমরাও চেয়েছিলাম যেনো ও ভারতের সর্বোচ্চ পর্যায়ে ফুটবলটা খেলার সুযোগ পায়, সেই নার্সারী লীগ থেকে বেগুনী ব্রিগেড এ যোগদান।

আর তারপর থেকে সুদীর্ঘ সময় বিভিন্ন বয়স ভিত্তিক দল ও পাঠচক্র হয়ে ইউনাইটেড স্পোর্টস এর জন্য ম্যাচ জেতানো পারফরম্যান্স। সেই নজরকাড়া পারফরম্যান্স এর জেরে সেই জায়গা করে নিয়েছে তারক নিজেই। সামনের মরশুম টা NEROCA FC র হয়ে আই লীগে নিজের জাত চেনানো র লক্ষ্য নিয়েই চললো আমাদের পকেট ডিনামাইট।”