শুরু হতে চলেছে দেশের অনূর্ধ্ব ১৭ যুব লীগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতার দুই ক্লাব। দুই ক্লাবেই চলছে অনুশীলনের। প্র্যাকটিসের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেছে ইউনাইটেড স্পোর্টস (United Sports)।
অনূর্ধ্ব ১৭ যুব লীগের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মোহন বাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের দিক থেকে মোহন বাগান সুপার জায়ান্ট এগিয়ে থাকলেও যুব ফুটবলে ছবিটা অন্যরকম হতে পারে। তৃণমূল স্তরে ইউনাইটেড স্পোর্টস বছরের পর বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। বাগানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে গোলকিপারদের অনুশীলনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইউনাইটেড স্পোর্টস। ছোটোদের অনুশীলনে উপস্থিত হয়েছিলেন ক্লাবের অভিজ্ঞ ফুটবলার রৌনক ঘোষ।
আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। যুব লীগের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্টের যুব দল। বিভিন্ন গ্রুপে ভাগ করে শুরু করা হচ্ছে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। বেশ কঠিন গ্রুপে পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই দুই ক্লাবের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের যুব দল। এছাড়াও রয়েছে ওড়িশা এফসি ও ওড়িশা স্পোর্টসের যুব দল।
ইউনাইটেড স্পোর্টস ক্লাব বছরের পর বছর ধরে তরুণ প্রতিভা অন্বেষণ করে চলেছে। তাদের অ্যাকাডেমি থেকে উঠে আসা একাধিক ফুটবলার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অন্য দিকে মোহন বাগান সুপার জায়ান্ট সম্প্রতি অতীতে তরুণ প্রতিভা তুলে নিয়ে আসার ব্যাপারে কাজ শুরু করেছে। শিবির করে ভবিষ্যত প্রজন্মকে দেখে নিচ্ছে ক্লাব। ভালো সাড়া পেয়েছে সবুজ মেরুন শিবির।