Raja Barman: পাশে পাননি বাড়ির কাউকে, উত্তরবঙ্গের স্বপ্ন বুনছেন ফুটবলার রাজা

বছরখানেক আগেও কলকাতা ময়দানে রাজা বর্মন (Raja Barman) ছিল এক অপরিচিত নাম। এখন অনেকেই চিনবেন। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সৌজন্যে এসেছে প্রচারের আলোকে। Advertisements উত্তরবঙ্গ থেকে…

United sports footballer Raja Barman

বছরখানেক আগেও কলকাতা ময়দানে রাজা বর্মন (Raja Barman) ছিল এক অপরিচিত নাম। এখন অনেকেই চিনবেন। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সৌজন্যে এসেছে প্রচারের আলোকে।

Advertisements

উত্তরবঙ্গ থেকে কলকাতা ময়দানের যাত্রা রাজা বর্মনের কাছে খুব একটা সহজ ছিল না। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের তরফে নেওয়া এক সাক্ষাৎকার ভিডিওতে রাজা নিজের ব্যাপারে অনেক কথাই বলেছেন। তিনি জানিয়েছেন, বাড়ির ছেলে ফুটবল খেলুক এটা অনেকেই চাইতেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে খুব বেশি সাহায্য তিনি পাননি। তবুও ফুটবলের প্রতি তার ভালোবাসা আজও অটুট।

বিজ্ঞাপন

অনেক প্রত্যাশা নিয়ে এবারের কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করেছিল ইউনাইটেড স্পোর্টস। টুর্নামেন্টের শুরুর থেকে দল ছিল ক্রম তালিকার সবার প্রথমে। হঠাৎ করেই খেই হারায় গোলাপী বাহিনী। মূলত ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ থেকে ছন্দ পতন। শেষে খিদিরপুরের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচেও জিততে পারেনি দল, ড্র।

সুপার সিক্সে ইউনাইটেড স্পোর্টস এবার জায়গা না পেলেও, তারা জায়গা পেয়েছে বাংলার ফুটবল প্রেমীদের মনে। তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণ করে দল সাজিয়েছেন কর্তারা। ক্লাবের তত্ত্বাবধানে বেড়ে ওঠা। সর্বোপরি আগামী দিনের তারকা হওয়ার এক সোপান হিসেবে নিজেদের জায়গা ইতিমধ্যে পোক্ত করেছে ইউনাইটেড। রাজা এই ক্লাবের এক ছাত্র।