জেলা থেকে জাতীয় স্তরে। বাসুদেব মান্ডির (Basu Deb Mandi) গল্প হতে পারে অনেকের অনুপ্রেরণার উৎস। ইউনাইটেড স্পোর্টসের পক্ষ থেকে তাঁকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন পেশ করা হয়েছে। সেখানে নিজের সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বাসুদেব মান্ডি।
পাড়ার এক কোচিং সেন্টার থেকে ফুটবলে হাতেখড়ি। সেখান থেকে অন্য এক প্রশিক্ষণ কেন্দ্র। ততদিনে অনেকের নজরে পড়েছি বাসুর খেলার। অল্প সময়ের মধ্যে সুযোগ পেয়েছিলেন অনূর্ধ্ব ১৫ আই লিগ খেলার। সেই সুবাদে গিয়েছিলেন রাজ্যের বাইরে।
বাংলার বিভিন্ন জেলা থেকে উঠে আসা ফুটবলারদের অনেকেই রাজ্যের বাইরে গিয়ে খেলতে চান। বাসুদেবের মনেও এমন ইচ্ছা ছিল। কম বয়সে সেই স্বপ্ন তাঁর পূরণ হয়েছে।
যুব দলে ধারাবাহিকভাবে খেলেছেন তিনি। তাঁর করা দুরন্ত কিছু গোল এবং খেলা এখনও প্রশংসিত। সামাজিক মাধ্যমে খুঁজলে পাওয়া যেতে পারে বাসুদেবের খেলা ও গোলের মুহূর্তের ফুটেজ।
তৃণমূল স্তর থেকে প্রচুর প্রতিভা ইতিমধ্যে তুলে এনেছে ইউনাইটেড স্পোর্টস। বাসুদেব মান্ডি তেমনই একজন। প্রতিভা চিনতে ভুল করেননি ইউনাইটেড স্পোর্টস কর্তারা। মাঝমাঠে ক্রমে পাকা করেছেন নিজের জায়গা। কলকাতা ফুটবল লিগে খেলেছেন ধারাবাহিকভাবে। মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে পছন্দ করেন। সেই সঙ্গে গোলটাও মন্দ চেনেন না। বার্সেলোনার হয়ে ইনিয়েস্তার খেলা খুব ভালো লাগে বাসুদেব মান্ডির।