CFL : সুন্দরবনের জল থৈ থৈ কাদামাঠে আটক গেল ইউনাইটেড স্পোর্টস

United-sports

CFL: বৃষ্টিতে জল থৈ থৈ মাঠ। তার মধ্যেই চলল খেলা। মুখোমুখি এরিয়ান ক্লাব ও ইউনাইটেড স্পোর্টস। ক্যানিংয়ের মাঠে অনেক দিন পর খেলতে নেমেছিল ইউনাইটেড।

সুন্দরবনের মাঠে ইউনাইটেড স্পোর্টসের পক্ষে একেবারেই সুন্দর হল না স্কোরলাইন। ২-১ গোলে ম্যাচ জিতে নিল এরিয়ান। বেগুনী বাহিনীর হয়ে একটি মাত্র গোল করেছেন ঋষিক।

   

এবারের কলকাতা ফুটবল লিগ অন্যান্যবারের থেকে অনেকটা আলাদা। রাজ্যের বিভিন্ন মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে ফুটবল। একাধিক মাঠে খেলা হচ্ছে। আগের থেকে অনেকটা উন্নত হয়েছে ক্যানিং স্টেডিয়াম। মাঠের অবস্থা খুব একটা ভালো না হলেও দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরু হওয়ার আগে ফেভারিট হিসেবে ইউনাইটেড স্পোর্টসকেই অনেকে গণ্য করেছিলেন। শেষ পর্যন্ত বাজিমাত করেছে এরিয়ান।

ইউনাইটেডের বিরুদ্ধে প্রান্ত বরাবর একাধিকবার আক্রমণ শানিয়েছিল এরিয়ান। ইউনাইটেড ফুটবলাররাও মাঝমাঠ থেকে প্রান্ত বরাবর খেলার চেষ্টা করেছিলেন। ম্যাচের বয়স যতো বেড়েছে ততই খারাপ হয়েছে মাঠের অবস্থা। কাদা মাটিতে বল আটকে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল বারেবারে। তবুও ম্যাচকে কেন্দ্র করে দর্শক উন্মাদনা এবং ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ ছিল এই ম্যাচের অন্যতম আলোচ্য বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন