রঞ্জি ট্রফি (Ranji Trophy) ফাইনালের মোট আট উইকেট। প্রথম ইনিংসে ৩, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। ব্যক্তিগত রেকর্ড খাতার জন্য এই পরিসংখ্যান আনন্দদায়ক হলেও খুশি হতে পারছেন না হর্ষ দুবে। মাত্র ২১ বছর বয়সী এই ক্রিকেটার এবারের রঞ্জি ট্রফির অন্যতম আবিষ্কার। ফাইনাল ম্যাচের মতো বড় মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তুলে নিয়েছেন অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারের উইকেট।
রঞ্জি ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার পর হর্ষ দুবে বলেছেন, ‘রঞ্জি ট্রফিতে আমার প্রথম পাঁচ উইকেট, অবশ্য এটা আমার জন্য বিশেষ কিছু। পরিবারের সদস্যরাও আমার এই পারফরম্যান্স দেখেছেন। সব মিলিয়ে এটা আমার জন্য গর্বের মুহূর্ত।’
দুবে নিজে ভালো পারফর্ম করলেও ফাইনাল ম্যাচে বিদর্ভের পারফরম্যান্স খুব একটা আশা ব্যঞ্জক নয়। চালকের আসনে রয়েছে মুম্বাই। দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান স্কোরবোর্ডে তুলেছিল মুম্বাই। প্রথম ইনিংসে করেছিল ২২৪ রান। প্রথম ইনিংসে বিদর্ভ বল হাতে ভালো করলেও তাদের ব্যাটিং সন্তোষজনক হয়নি। প্রথম ইনিংসে মুম্বাইয়ে ২২৪ রানের জবাবে মাত্র ১০৫ রানে শেষ হয়েছিল বিদর্ভের ইনিংস। এখনও মাঠে থেকে লড়াই চালাচ্ছে বিদর্ভ। জয়ের জন্য দরকার ৫৩৮ রান।
Fighting Fifer 💪
Harsh Dubey has sparkled again in the second innings with a five-wicket haul 👌👌
Relive 📽️ his brilliant spell so far 🔽#RanjiTrophy | @IDFCFIRSTBank | #Final | #MUMvVID
Follow the match ▶️ https://t.co/k7JhkLhOID pic.twitter.com/HvwGlQejMM
— BCCI Domestic (@BCCIdomestic) March 12, 2024
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন অভিজ্ঞ করুণ নায়ার। বড় রানের পিছনে ধাওয়া করতে নেমে নায়ারের মতো অভিজ্ঞ ব্যাটার কেমন পারফরম্যান্স করেন সেটা এখন দেখার বিষয়।রঞ্জি ফাইনালে ৮ উইকেট নিলেন অখ্যাত এই বোলার