Mohun Bagan: আচমকা স্থগিত মোহনবাগানের ম্যাচ

Mohun Bagan fan

আচমকা স্থগিত করে দেওয়া হল অনূর্ধ্ব ১৭ জাতীয় যুব টুর্নামেন্টের (U-17 National Youth Tournament) ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় স্টিভ হার্বটস জানিয়েছেন, প্রতিযোগিতার সব ম্যাচই আপাতত স্থগিত করা হয়েছে।

আগামী ৯ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ শুরু হওয়ার কথা ছিল। যুব লীগের প্রথম ম্যাচে মাঠে নামার জন্য তৈরি হচ্ছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের যুব দল। প্রতিপক্ষ কলকাতার ইউনাইটেড স্পোর্টস। বিভিন্ন গ্রুপে ভাগ করে শুরু করা হবে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। বেশ কঠিন গ্রুপে পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই দুই ক্লাবের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের যুব দল। এছাড়াও রয়েছে ওড়িশা এফসি ও ওড়িশা স্পোর্টসের যুব দল।

   

আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের 

আগামী ৯ তারিখের আগে বাগান ও ইউনাইটেড স্পোর্টসে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দুই দলে চলছিল অনুশীলন। এরই মধ্যে জানা গেল যে ম্যাচ আপাতত হচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই খবর জানিয়েছেন স্টিভ।

তবে কেন লীগের সব ম্যাচ স্থগিত করে দেওয়া হল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এমন খবরে স্বভাবতই হতাশ ভারতীয় ফুটবল প্রেমীরা। সূচি মোতাবেক টুর্নামেন্ট শুরু না করার এই সিদ্ধান্তে অনেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দিকে আঙুল তুলছেন। নতুন সূচি আপাতত জানানো হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন