ম্যানচেস্টারে ‘ডু অর ডাই’ ম,ম্যাচে -বিরাট চমক ভারতের! রইল সম্ভাব্য একাদশ

Under Shubman Gill India vs England in Manchester Test Predicted Playing XI to Weather Report & Pitch Report

লর্ডসের ঐতিহাসিক মাটিতে তৃতীয় টেস্টে মাত্র ২২ রানে হৃদয়ভাঙা হার। চোটে জর্জরিত স্কোয়াড এবং সিরিজে পিছিয়ে থাকা। সব মিলিয়ে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দলের (India) জন্য চতুর্থ টেস্ট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের (England) বিপক্ষে ‘অ্যান্ডারসন-তেন্ডুলকর’ পাঁচ ম্যাচের সিরিজ চতুর্থ ম্যাচ শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে, ম্যানচেস্টারের (Manchester Test) ওল্ডট্রাফোর্ডে।

এই মুহূর্তে সিরিজে ইংল্যান্ড ২-১ এগিয়ে। হেডিংলেতে প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল ৫ উইকেটে। এরপর এজবাস্টনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত সমতা ফেরায় ১-১ করে। কিন্তু লর্ডসে টান টান উত্তেজনার ম্যাচে ভারতের হারের ফলে আবারও অ্যাডভান্টেজ পেয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড।

   

দলীয় পরিস্থিতি ও চোটের ছায়া

চতুর্থ টেস্টে ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তা হল ইনজুরি। তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও পেসার অর্শদীপ সিং ম্যানচেস্টার টেস্ট থেকে ছিটকে গেছেন। পেসার আকাশ দীপেরও খেলা প্রায় নিশ্চিতভাবে অনিশ্চিত কারণ তিনি গ্রোইনের সমস্যায় ভুগছেন। ফলে ভারতের বোলিং বিভাগে বড়সড় রদবদল আসতে পারে।

অন্যদিকে, ইংল্যান্ড তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। তারা একমাত্র পরিবর্তন করেছে। আঙুলের ইনজুরিতে ছিটকে পড়া স্পিনার শোয়েব বশিরের বদলে দলে এসেছে অলরাউন্ডার লিয়াম ডসন।

ম্যাচ সংক্রান্ত তথ্য

তারিখ: ২৩ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৫

ভেন্যু: ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার

লাইভ স্ট্রিমিং: JioHotstar অ্যাপ ও ওয়েবসাইট

টিভি সম্প্রচার: Sony Sports Network

আবহাওয়ার পূর্বাভাস ও পিচ রিপোর্ট

ম্যানচেস্টারের আবহাওয়া বরাবরের মতোই ধোঁয়াশেএবং ঠাণ্ডা। মেট অফিস জানাচ্ছে, পাঁচ দিনের মধ্যে একাধিকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওল্ড ট্রাফোর্ডের পিচ অতীতে গতি ও বাউন্সের জন্য বিখ্যাত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা কিছুটা মন্থর হয়েছে। তবে বৃষ্টির প্রভাবে পিচে আবারও পেসারদের জন্য সহায়ক পরিবেশ তৈরি হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ :

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব / শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, অংশুল কম্বোজ

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার

এদিন ম্যাচে ভারতীয় দলের মূল ভরসা হতে চলেছেন যশস্বী জয়সওয়াল ও জসপ্রীত বুমরাহ। জয়সওয়াল ধারাবাহিকভাবে রান করে চলেছেন এবং বুমরাহর বোলিং ইংলিশ ব্যাটারদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ফর্মে থাকা জো রুট ও জ্যাক ক্রলি বড় ভূমিকা পালন করতে পারেন।

চার নম্বর টেস্ট ভারতের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। একদিকে ইনজুরি, অন্যদিকে ইংল্যান্ডের গতি-প্রধান আক্রমণ শুভমন গিলের দল কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে সেটাই দেখার বিষয়। ম্যানচেস্টারের পিচ এবং আবহাওয়া পেসারদের জন্য সহায়ক হলেও, যে দল চাপ সামলে ধৈর্য ধরে খেলে, তারাই ম্যাচে সুবিধা নিতে পারে। আর যদি বৃষ্টি বড় ভূমিকা না রাখে, তবে ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে।

Under Shubman Gill India vs England in Manchester Test Predicted Playing XI to Weather Report & Pitch Report

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article৭৪ নম্বর জার্সি কেন বেছে নিলেন রশিদ? জানুন
Next articleঅসমের বিরুদ্ধে বাঙালি-বিদ্বেষের অভিযোগ, আরও এক বাঙালিকে এনআরসি নোটিস
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।