Mohun Bagan: আইএসএলের প্রথম ম্যাচে অনিশ্চিত এই সবুজ-মেরুন তারকা

Anirudh Thapa

গত ৩ তারিখ ডুরান্ড কাপের ফাইনালে ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম খেতাব ঘরে তুলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ম্যাচের প্রথম থেকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে এখনো খুশির আমেজ রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।

Advertisements

তবে আগামী ২৩ তারিখ থেকে আইএসএল অভিযান শুরু করতে চলেছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। এখন সেদিকেই নজর সকল মেরিনার্সদের। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে আইএসএলের নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে।

তার আগেই এবার উঠে আসল নয়া তথ্য। শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে নাকি নামতে পারবেন না বাগান দলের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা। কিন্তু কেন? এক্ষেত্রে উঠে এসেছে একাধিক তথ্য। অনেকেই বলছেন, এবারের ডুরান্ড ফাইনালের শেষ ম্যাচে লাল কার্ড দেখার জেরেই নাকি এক ম্যাচ নির্বাসন হতে হয়েছে দেশের এই তারকা ফুটবলারকে।

Advertisements

তবে এই নিয়ে এখনো পর্যন্ত উঠে আসেনি কোনো চূড়ান্ত তথ্য। এক্ষেত্রে একটি বিষয় সবার আগে উঠে আসে। সেটি হল, ডুরান্ড কাপ ও আইএসএল দুটি পৃথক ফুটবল টুর্নামেন্ট। তাহলে ডুরান্ডের সেই নিয়ম কেন মানা হবে এই লিগে? সেই নিয়েও দেখা দিয়েছে একাধিক সংশয়।

তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই তারকা নামতে না পারলে দল যে বড়সড় ধাক্কা খাবে তা কিন্তু বলাই চলে। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপের গ্রুপ ম্যাচে আইলিগ জয়ী এই দলের বিপক্ষে খেলতে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। ধারে ভারে বাগান শিবির এগিয়ে থাকলেও সেই ম্যাচে তুল্যমূল্য লড়াই করেছিল পাঞ্জাব দল। তাই এবারের আইএসএলে ও যে তুল্যমূল্য লড়াই দেবে এই ফুটবল দল, তা কিন্তু বলাই চলে।