আজ, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে শিলং লাজং এফসির (Shillong Lajong FC) মুখোমুখি হতে চলেছে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব (Mahamedan SC)। এই ম্যাচ জেতাই এখন একমাত্র উদ্দেশ্য রেড রোডের এই ফুটবল ক্লাবের। সেজন্য, বিশেষ পরিকল্পনা করে প্রতিপক্ষ দলের রক্ষনভাগে ঝড় তুলতে মরিয়া দীপু হালদাররা।
মোরের পাশাপাশি বিকাশের মতো ফুটবলারদের প্রথম একাদশে রেখেই নিজেদের অভিযান শুরু করতে পারে সাদা-কালো ব্রিগেড। সেইসাথে বিদেশি ফুটবলারদের মধ্যে গোমেজ থেকে শুরু করে প্রিন্স ওপেকুর উপর দেওয়া হতে পারে দলের বাড়তি দায়িত্ব। মূলত দলের হয়ে গোল করার জন্য ফরোয়ার্ড লাইনে শুরু থেকেই থাকতে পারেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিজ গোমেজ।
তবে সকলের নজর দলের তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গার দিকে। উল্লেখ্য, গত দুই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার পরেও এখনো দলের প্রথম একাদশে সুযোগ পাননি এই তরুণ ফুটবলার। তবে লাজংয়ের মতো কঠিন প্রতিপক্ষকে পরাজিত করতে ম্যাচের শুরু থেকেই ডেভিডকে খেলাতে পারেন আন্দ্রে চেরনিশভ। তবে চোটের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে মহামেডান কোচকে। চোট রয়েছে দলের বাঙালি ফুটবলার অভিজিৎ সরকারের। যারফলে আসন্ন ম্যাচে পাওয়া যাবে না এই ফুটবলারকে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন এই তারকা ফুটবলার। যারফলে, ম্যাচের দ্বিতীয়ার্ধে তড়িঘড়ি করে তুলে নেওয়া হয় এই তারকা ফুটবলারকে। সব ঠিকঠাক থাকলে আগামী ট্রাই ম্যাচে খেলতে পারেন তিনি।