Mohammedan SC: লাজং বধ করতে বিশেষ পরিকল্পনা সাদা-কালো শিবিরের

কয়েক সপ্তাহ আগেই কলকাতার (Kolkata) বাকি দুই প্রধানকে পিছনে ফেলে প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিঃসন্দেহে বড়সড় চমক। সেই…

Mohammedan SC Foreign Brigade

কয়েক সপ্তাহ আগেই কলকাতার (Kolkata) বাকি দুই প্রধানকে পিছনে ফেলে প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিঃসন্দেহে বড়সড় চমক। সেই পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য নিয়েই গত কয়েকদিন আগে নিজেদের আইলিগ অভিযান শুরু করে রেড রোডের এই ফুটবল ক্লাব।

প্রথম ম্যাচেই তারা পরাজিত করে আইলিগ জয়ী ফুটবল দল আইজল এফসিকে। নিজেদের ঘরের মাঠে তাদের হারিয়েই অভিযান শুরু করেছিল সাদা-কালো শিবির। এই জয়ের ফলে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে পড়ে ব্ল্যাক প্যান্থার্সরা। এবার পরের ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি আইলিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে সুযোগ করে নেওয়াই একমাত্র লক্ষ্য ময়দানের এই প্রধানের।

   

এই মর্মেই শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে শিলং লাজং এফসির মুখোমুখি হতে চলেছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। সেই ম্যাচ জেতাই এখন একমাত্র উদ্দেশ্য রেড রোডের এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে বিশেষ পরিকল্পনার মাধ্যমে প্রতিপক্ষ দলকে হারানোই লক্ষ্য চেরনিশভের ছেলেদের।

এক্ষেত্রে দীপু হালদারের পাশাপাশি বিকাশের মতো ফুটবলারদের প্রথম একাদশে রেখেই নিজেদের অভিযান শুরু করতে পারে সাদা-কালো ব্রিগেড। সেইসাথে বিদেশি ফুটবলারদের মধ্যে লামিনা মোরে থেকে শুরু করে প্রিন্স ওপেকুর উপর দেওয়া হতে পারে দলের বাড়তি দায়িত্ব। তাছাড়া দলের হয়ে গোল করার জন্য ফরোয়ার্ড লাইনে শুরু থেকেই থাকতে পারেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিজ গোমেজ।

তবে তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গার দলে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপের পাশাপাশি কলকাতা লিগের মতো মঞ্চে ও অনবদ্য পারফরম্যান্স করেছেন ডেভিড। সর্বচ্চো গোলদাতা ও থেকেছেন এই মরশুমে। তবে এতো কিছুর পরেও আইলিগের প্রথম ম্যাচে দলের একাদশে দেখা যায়নি তাকে। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।