Kolkata Derby: ডার্বি ম্যাচের অফলাইন টিকিট ঘিরে অনিশ্চয়তা

Kolkata Derby

আগামী ২৯ অক্টোবর মহাডার্বি ম্যাচ (Kolkata Derby) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যে হাইপ্রেসার গেমের অনলাইন টিকিট প্রায় শেষ। কিন্তু অফলাইন টিকিট কবে থেকে দেওয়া শুরু হবে তা নিয়ে সাসপেন্স এখনও বজায় রয়েছে।

২৯ অক্টোবর ISL ডার্বি ম্যাচের আয়োজক ATK মোহনবাগান। কবে থেকে অফলাইনে ডার্বি ম্যাচের টিকিট পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। প্রসঙ্গত, গত দুই সেশনের ইন্ডিয়ান সুপার লিগের চার ডার্বি ম্যাচ,আইলিগ এবং ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

   

চলতি ISL টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি এবং চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান দুই দলই জয়ের মুখ দেখেছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী জয়ের মুখ দেখলেও একেবারে স্বস্তিতে নেই। সবুজ মেরুন শিবিরের ডিফেন্স লাইন এখনও আটোসাটো নয়। তাই কোচ হুয়ান ফেরান্দোকে এখন আদাজল খেয়ে রক্ষণ বিভাগ মেরামতি করতে হচ্ছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি ISL টুর্নামেন্টে টানা দু’ম্যাচ হেরে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে লিগের প্রথম জয় পেয়েছে। কিন্তু জয় পেলেও লাল হলুদ ব্রিগেডে জয়ের ধারাবাহিকতার অভাব রয়েছে।

ISL টাইটেলশিপের শুরুতে ইস্ট-মোহন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। হুয়ান ফেরান্দোর ফুটবল বোধ উল্টো পিঠে স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে দু’দলের ভক্তরা কম কাটাছেড়া করেনি। ডার্বি ম্যাচের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী জয়ের মুখ দেখলেও হাইপ্রেসার গেমে কোনও দলেরই পাল্লা ভারী নয়। বিগত দিনে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে (ডুরান্ড কাপ,AFC ইন্টারজোনাল সেমিফাইনাল এবং ISL ম্যাচ) দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল হাতে ৭ দিনের সময়ে ঘরের মেরামতির কাজে তাগিদ দেখাবে তা নিশ্চিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন