নর্থইস্টের বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর আগামীকাল নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ( East Bengal) ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচের হতাশা ভুলে এবার এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে মহেশরা। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে চলে আসবে ইস্টবেঙ্গল ক্লাব।
তাই এই ম্যাচে জয় তুলে আনাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের। সেইমতো আজ সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে নিজেদের দলের সমস্ত ফুটবলারদের দেখে নেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তিন পয়েন্ট ঘরে তোলার জন্যই নিজেদের একাদশ সাজাতে চাইবেন কোচ। তবে মুম্বাই সিটি বধ করতে গিয়ে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে ময়দানের এই প্রধানকে।
যার অন্যতম কারন হল ফুটবলারদের চোট আঘাত ও কার্ড সমস্যা। আসলে গত নর্থইস্ট ম্যাচে হলুদ কার্ড দেখার জন্য আসন্ন ম্যাচে খেলতে পারবেন না দলের অধিনায়ক তথা ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এছাড়াও চোটের কারণে স্পেনে ফিরে গিয়েছেন দাপুটে ফুটবলার সাউল ক্রেসপো। তাদের অনুপস্থিতিতে মাঝমাঠের লড়াইটা যে অনেকটাই কঠিন হয়ে যাবে ইস্টবেঙ্গল দলের পক্ষে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে ভিক্টর ভাসকুয়েজের পাশাপাশি নয়া ফরোয়ার্ড ফেলিসিও ব্রাউনের উপস্থিতিতে কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করবে ইস্টবেঙ্গল।
তবে এবার দেখা দিয়েছে নয়া সমস্যা। গ ত ম্যাচে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাস। যার দরুন তাকে তুলে নিয়েছিলেন কুয়াদ্রাত। এমনকি আজ রানিং সু পরে মাঠে আসতে দেখা গিয়েছিল এই তারকাকে। যারফলে, আগামীকালের ম্যাচে একেবারে অনিশ্চিত তিনি।