Jordan Elsey: ইস্টবেঙ্গলে ঝুলে জর্ডন এলসের ভবিষ্যৎ

Jordan Elsey

জর্ডন এলসে (Jordan Elsey) কি থাকবেন ইস্টবেঙ্গল এফসিতে? দল বদলের জল্পনায় ঘুরে-ফিরে আসছে এই প্রশ্ন। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বাধ সাধল চোট।

চলতি মরসুমের শুরুর দিকে মাঠে নেমেই সাড়া ফেলেছিলেন জর্ডন এলসে। ইস্টবেঙ্গলের ব্যাক লাইনে নির্ভরতা যুগিয়েছিলেন। ক্রমে হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসার মুখ। প্রথম একাদশে খেলেছেন নিয়মিত। জর্ডন চোটের কবলে পড়ার ফলে সাময়িকভাবে সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল।

   

জর্ডন এলসের চোট ছিল গুরুতর এখনও ফিট নন। কবে ফিট হবেন সেটা এখনও বলা যাচ্ছে না। তবে তিনি ক্লাবের কাছাকাছি থাকছেন। এলসে এখনও লাল হলুদ ব্রিগেডের একজন সদস্য। কিন্তু তিনি যদি খেলতেই না পারেন তাহলে তাঁকে ক্লাব কি ধরে রাখতে চাইবে? ইস্টবেঙ্গলের পাশাপাশি ময়দানের ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে রয়েছে এই প্রশ্ন।

এলসে ও লাল হলুদ ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্ক ভালো। এলসে ফুটবলার হিসেবে কেমন সেটাও নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাছাড়া চোট পেলেই যে ক্লাব ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তেমন কথা নেই। জর্ডন এলসকে ইস্টবেঙ্গল ধরে রাখলে অনেকেই নিশ্চয়ই অবাক হবে না। তাঁর ফিটনেস স্ট্যাটাস অবশ্যই ভাবনার একটা বিষয়। এলসে মাঠে কবে ফিরতে পারবেন সেটা নিশ্চিত হওয়ার পরেই সিদ্ধান্ত নিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন