পরপর উইকেট, হ্যাটট্রিক। হ্যাটট্রিক (Sensational Hat-Trick) করে দলকে জেতালেন অখ্যাত এক ক্রিকেটার, যিনি দল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের কোনো দলে সুযোগ পাননি। তার হ্যাটট্রিকের সুবাদে রঞ্জি ট্রফিতে খুব সহজে জয় পেল মুম্বই।
ভারতীয় ক্রিকেটে প্রতিভার কোনো অভাব নেই। কখন যে কোন খেলোয়াড় চমক দেবেন বলা মুশকিল। তাও বছরের বেশিরভাগ সময় প্রচারের আলোকে থাকেন হাতেগোনা কয়েকজন ক্রিকেটার। চোখ ধাঁধানো হাইভোল্টেজ ম্যাচ কিংবা লীগের বাইরেও যে ভারতের আনাচেকানাচে অগুনতি প্রতিভা রয়েছে সেটার প্রমাণ পাওয়া যায় রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্ট শুরু হলে। হ্যাটট্রিক করে খবরের শিরোনামে উঠে এলেন মুম্বইয়ের Royston H Dias।
রঞ্জি ট্রফির ম্যাচে বিহারের মুখোমুখি হয়েছিল মুম্বই। টস হওয়ার আগে থেকে ম্যাচে ফেভারিট ছিল মায়ানগরীর রঞ্জি দল। দলে রয়েছে একাধিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে Royston H Dias যে জ্বলে উঠবেন সেটা হয়তো অনেকেই আশা করেননি। বিহারের শেষ তিনটি উইকেট নিয়ে তিনি হ্যাটট্রিক করেছেন। তার বোলিং ফিগার ৭.১ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট।
HAT-TRICK! Royston H Dias (7.1-35-3) Bihar 100/10 #BIHvMUM #RanjiTrophy #Elite
— BCCI Domestic (@BCCIdomestic) January 8, 2024
প্রথমে ব্যাট করে ২৫১ রান করেছিল মুম্বই। জবাবে মাত্র ১০০ রানে শেষ হয় বিহারের ইনিংস। পরের ইনিংসেও ১০০ রান। ৫১ রানে ম্যাচ জিতে নিয়েছে মুম্বই। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মুম্বইয়ের মোহিত আওয়াস্তি, জোড়া উইকেট নিয়েছিলেন শিবম দুবে, দিয়াসের নামে ছিল একটি উইকেট। পরের ইনিংসে দুবে নিয়েছেন ৪, মোহিত ১ ও দিয়াস ৩ উইকেট।