Ultras Mohun Bagan: জাপানের মতো বাগান সমর্থকরাও দেখালেন ‘ আমরাও পারি ‘

বুধবারের ম্যাচ শেষে মোহনবাগান সমর্থকদের (Ultras Mohun Bagan) পদক্ষেপ শিক্ষণীয় হয়ে থাকবে অন্যান্য দলের সমর্থক সহ আপামর ফুটবল প্রেমী জনতার জন্য।

Ultras Mohun Bagan

দল যার যার স্টেডিয়াম সবার। স্টেডিয়াম ভালো থাকলে দর্শকরাও খেলা দেখতে পাবেন নির্বিঘ্নে। ভালো স্টেডিয়ামের জন্য যেমন পরিকাঠামো দরকার, তেমনই দরকার সচেতনতা। বুধবারের ম্যাচ শেষে মোহনবাগান সমর্থকদের (Ultras Mohun Bagan) পদক্ষেপ শিক্ষণীয় হয়ে থাকবে অন্যান্য দলের সমর্থক সহ আপামর ফুটবল প্রেমী জনতার জন্য।

বিশ্বকাপের মঞ্চে একাধিকবার আলোচনায় উঠে আসে জাপান। এশিয়ান দেশ হিসেবে জাপানের ফুটবল ম্যাচ যেমন আলোচনায় থাকে, তেমনই আলোচনায় উঠে আসেন সে দেশের দর্শকরা। জাপানের একাধিক ম্যাচ শেষে দেখা গিয়েছে সমর্থকরা নিজের হাতে সাফ করছেন স্টেডিয়াম। ভিডিও ভাইরাল হওয়ার পর সকলেই সাধুবাদ জানিয়েছেন। সাধুবাদ জানানো যতটা সহজ, করে দেখানো তার থেকে কঠিন। এই কঠিন কাজটাই করে দেখালেন মোহনবাগান সমর্থকরা।

মেরিনার্স বেস ক্যাম্প নামক সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ম্যাচ শেষে গ্যালারি সাফ করার কাজ করছেন সবুজ মেরুন সমর্থকরা। গ্যালারি থেকে পড়ে থাকা আবর্জনা, জলের বোতল ইত্যাদি সরিয়ে দিচ্ছেন গ্যালারি থেকে। গ্যালারিতে উপস্থিত বাকিরাও বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত।

<

p style=”text-align: justify;”>দীর্ঘ বিরতির পর কলকাতা ফুটবল লীগে দল নামিয়েছিল মোহনবাগান। মাঠে নেমেই জয়। পাঠচক্রের বিরুদ্ধে হেলায় জিতেছে মোহনবাগান। বাগানের পক্ষে ম্যাচের ফলাফল ৩-১। আরও বেশি গোল করতে পারতো মোহনবাগান। জুনিয়র ছেলেরা এদিন নৈহাটি স্টেডিয়ামে যে ফুটবল প্রদর্শন করলেন, তাতে খুশি হবেন ফুটবল প্রেমীরা। ম্যাচের শেষটাও হল সুন্দরভাবে। গ্যালারির আবর্জনা সাফ করলেন মোহনবাগান সমর্থকরা।