HomeSports Newsখো খো'র বৈশ্বিক যাত্রা শুরু, তৈরি হবে ইতিহাস

খো খো’র বৈশ্বিক যাত্রা শুরু, তৈরি হবে ইতিহাস

- Advertisement -

ভারতের (India) ঐতিহ্যবাহী ক্রীড়া খো খো (Kho Kho) বিশ্ব মঞ্চে পা রাখতে চলেছে আরও এক ধাপ এগিয়ে। সম্প্রতি হরিয়ানার এসজিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার (Kho Kho Federation of India) সভাপতি শ্রী সুধাংশু মিত্তল জানান আসন্ন আল্টিমেট খো খো (Ultimate Kho Kho) সিজন ৩ তে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলোয়াড়দের (International Players) অন্তর্ভুক্ত করা হবে। এই মরসুম শুরু হবে ২০২৫ সালের ২৯ নভেম্বর থেকে।

এই ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গেল যে, ভারতীয় খো খো কেবল দেশের গণ্ডিতেই শুধুমাত্র আবদ্ধ থাকবে না। বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও নিজের ছাপ রাখবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হরিয়ানা সরকারের যুব সশক্তিকরণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী গৌরব গৌতম, এসজিটি ইউনিভার্সিটির উপাচার্য ড. হেমন্ত বর্মা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

   

আন্তর্জাতিক খেলোয়াড়ের অন্তর্ভুক্তি: নতুন দিগন্ত

সর্বভারতীয় খো খো ফেডারেশন সভাপতি সুধাংশু মিত্তল জানান, “খো খো এখন ভারতের ক্রীড়া উদ্ভাবনের প্রতীক। আমরা গর্বিত যে আল্টিমেট খো খো’র তৃতীয় মরসুম আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করছি। এর ফলে শুধু প্রতিযোগিতার মানই বাড়বে না, বরং খো খো’কে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাওয়ার আমাদের লক্ষ্য আরও এক ধাপ এগোবে।”

KKFI President Sudhanshu Mittal on Ultimate Kho Kho Season 3

ইতিমধ্যে আল্টিমেট খো খো ভারতের তৃতীয় সর্বোচ্চ দেখা নন-ক্রিকেট স্পোর্টস লিগ হয়ে উঠেছে, প্রো কাবাডি এবং আইএসএলের পরে। ২০২২ সালে শুরু হওয়া এই লিগের প্রথম মরসুমে ৬৪ মিলিয়ন দর্শক যুক্ত হয়েছিলেন, যার মধ্যে ৪১ মিলিয়ন ছিলেন ভারতীয়। প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ওডিশা জাগারনটস এবং দ্বিতীয় মরসুমে গুজরাট জায়ান্টস।

উন্নত প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতি

খো খো’র প্রযুক্তিগত ভিত্তি আরও শক্তিশালী করতে KKFI এবং আন্তর্জাতিক খো খো ফেডারেশন (IKKF) যৌথভাবে শুরু করেছে অ্যাডভান্সড লেভেল III A প্রশিক্ষণ কর্মসূচি। এই দুই সপ্তাহব্যাপী ইভেন্টটি জুন ২ থেকে ১৫ পর্যন্ত এসজিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৩০ বেশি অংশগ্রহণকারী রয়েছেন, যার মধ্যে ২০ জনেরও বেশি আন্তর্জাতিক কোচ এবং টেকনিক্যাল অফিসিয়াল অংশ নিচ্ছেন। শ্রীলঙ্কা, ইরান, অস্ট্রেলিয়া, কোরিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, নেপালের মতো দেশের প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করছেন।

হরিয়ানায় খো খো প্রসারের প্রতিশ্রুতি

হরিয়ানা খো খো ফেডারেশনের সভাপতি শ্রী জওহর সিং যাদব জানিয়েছেন, রাজ্যে খো খো খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। হরিয়ানা সরকারও প্রতিশ্রুতি দিয়েছে, রাজ্যজুড়ে খো খো-র পরিকাঠামো উন্নয়নে তারা পাশে থাকবে।

আল্টিমেট খো খো সিজন ৩ আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রীড়া ভাবনার অন্যতম সেরা নিদর্শন হয়ে উঠতে চলেছে। এই উদ্যোগ কেবল এক লিগ নয়, বরং একটি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার মাধ্যম। ভারতীয় খো খো এবার সত্যিই বিশ্ব মঞ্চে দৌড়াতে প্রস্তুত।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular