গোটা বিশ্বের মুখে এখন ভাবার বিষয় রাশিয়া-ইউক্রেন (Ukraine War) যুদ্ধ। রক্ত ঝরছে সাধারণ মানুষের। উদ্বেগে জনগণ। যুদ্ধের পর কেটেছে বেশ কয়েকদিন। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। এমতাবস্থায় খেলার মাঠে রাশিয়াকে যোগ্য জবাব দিল ইউক্রেন।
টেনিস কোর্টে রাশিয়াকে কার্যত উড়িয়ে দিয়ে অনেকটা যুদ্ধ জয়ের স্বাদ অনুভব করলেন ইউক্রেনের মহিলা টেনিস তারকা এলিনা সোয়াইতোলিনা। রাশিয়ার টেনিস খেলোয়াড় আনাস্তাসিয়া পোটাপোভাকে মেক্সিকোর মন্টেরে-তে স্ট্রেট সেটে হারালেন এলিনা। রাশিয়ার হামলার প্রতিবাদে আগে থেকেই নেট মাধ্যমে সরব হয়েছিলেন এলিনা সোয়াইতোলিনা। মেক্সিকোর মন্টেরে-তে নামার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন কোনও রাশিয়ার প্লেয়ারের বিরুদ্ধে খেলবেন না তিনি। একইসঙ্গে আয়োজকদের কাছে রাশিয়ার প্লেয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এলিনা। নিজের দাবির ক্ষেত্রে জয় পান তিনি।
মহিলাদের টেনিস সংস্থা ডব্লিউটিএ জানিয়ে দেয়, রাশিয়ার প্রতিযোগিরা নিজের দেশের নাম বা পতাকা নিয়ে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের পরই রাশিয়ার আনাস্তাসিয়া পোটাপোভা বিরুদ্ধে টেনিস কোর্টে নামতে রাজি হন এলিনা। তার পোষাকও ছিল ইউক্রেনের দেশের জাতীয় পতাকার রঙে। হলুদ রংয়ের টপ এবং নীল রংয়ের শর্টস পরে নেমেছিলেন এলিনা। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি। মাত্র ৬৪ মিনিটে ২-৬, ১-৬ গেমে উড়েয়ে দেন রাশিয়ার প্রতিপক্ষকে।
“আমার জন্য একটা বিশেষ ম্যাচ ছিল। এমনিতে খুবই দুঃখে রয়েছি, কিন্তু এখানে টেনিস খেলতে পেরে গর্বিত। দেশের জন্য আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। ইউক্রেনে যা হচ্ছে তার বিরুদ্ধে গোটা টেনিস সম্প্রদায়কে এক করাই আমার কাজ।”-জয়ের পর এমনই বক্তব্য এলিনার। এছাড়াও তিনি জানিয়েছেন, বিভিন্ন টেনিস প্রতিযোগিতা খেলে যে অর্থ পাবেন তা দেশের সেনাবাহিনী এবং যুদ্ধ-বিধ্বস্ত মানুষের প্রয়োজনে দান করবেন তিনি। সর্বোতভাবে দেশের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছোন ইউক্রেনের টেনিস তারকা। জানিয়ে রাখলেন রুশ প্রতিপক্ষের বিরুদ্ধে জিতেই ফেরার শপথ নিয়ে নেমেছিলেন।