Ukraine : প্রতিদিন প্রায় ১০০ সেনার মৃত্যু, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে স্বপ্ন দেখাচ্ছে ফুটবল মাঠ

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। প্রতি দিন প্রাণ দিচ্ছেন সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, ‘আমরা প্রতিদিন ৬০০ থেকে একশোজন সেনা…

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। প্রতি দিন প্রাণ দিচ্ছেন সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, ‘আমরা প্রতিদিন ৬০০ থেকে একশোজন সেনা হারাচ্ছি, প্রায় ৫০০ জন আহত হচ্ছেন।’

দেশে যখন বারুদের গন্ধ, তখন ফুটবল মাঠে লেখা হচ্ছে এক রূপকথার গল্প। ফিফা বিশ্বকাপে প্রবেশের দোরগোড়ায় দাঁড়িয়েছে ইউক্রেন। স্কটল্যান্ডকে তারা উড়িয়ে দিয়েছে ১-৩ গোলে। 

ভালো করে প্রস্তুতি নিতে পারেননি ইউক্রেনের ফুটবলাররা। বিশ্বকাপের হাইপ্রোফাইলের দলের তুলনায় রসদ কম। কিন্তু তাতে কি! এক জোড়া বুট আর দেশের জার্সি তো রয়েছে। তাই দিয়েই বাজিমাত করছেন ইউক্রেনের ফুটবল দল। 

ক্রিকেট হোক বা ফুটবল, অন্যায়ের বিরুদ্ধে বারংবার জবাব এসেছে খেলার মাঠ থেকে। আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত-সহ একাধিক দেশের ইতিহাসের ময়দান বহু ইতিহাসের সাক্ষী। স্কটল্যান্ডের বিরুদ্ধে ইউক্রেনের দুরন্ত জয়ের সাক্ষী থাকল গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক। 

বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারের প্লে অফে ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রায় ৫১ হাজার দর্শক। ম্যাচের প্রথম গোল দেখলেন ৩৩ মিনিটে। অধিনায়ক আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো এগিয়ে দিয়েছিলেন ইউক্রেনকে। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছিলেন রোমান ইয়ারেমচুক। ইউক্রেনের পক্ষে স্কোরলাইন ০-১ থাকার পর ম্যাচে ফিরেছিল স্কটল্যান্ড। ৭৯ মিনিটে ব্যবধান কমিয়েছিলেন ক্যালাম ম্যাকগ্রেগর। গোল পার্থক্য কমালেও দলের মান রক্ষা করতে পারেননি তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ইউক্রেনের তিন নম্বর গোলটি করে যান আর্টেন ডভবিক।