চলতি উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) দুটি করে ম্যাচ খেলা হয়ে গেল জার্মানি এবং ইংল্যান্ডের। কিন্তু এখনও জয়ের দেখা পেল না ইউরোপের এই দুই জায়ান্ট দল। এদিন হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পরস্পরের। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়।
প্রথম ম্যাচে ইটালির বিরুদ্ধে নেমেছিল জার্মানরা। সেই ম্যাচেও আজুরিদের কাছে হোঁচট খেয়েছিল বিশ্ব ফুটবলের অন্যতম সফল দলটি। এদিন অবশ্য জয়ের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হয়েছে বাভারিয়ানদের। ম্যাচের ৫০ মিনিট জোনাস হফম্যানেকর গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের প্রায় শেষ মুহূর্তে গোল হজম করে বসে হ্যান্স ফ্লিকের জার্মানি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে টানা দ্বিতীয় হারের থেকে রক্ষা করেন হ্যারি কেন। প্রথম ম্যাচে হাঙ্গেরির কাছে বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়েছিল গ্যারেথ সাউথগেটের দল।
লিগ এ-র গ্রুপ ৩-এর অপর ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে উড়িয়ে দিল ইটালি। ইউরো চ্যাম্পিয়নদের হয়ে ৩০ মিনিটে নিকোলো বারেল্লা প্রথম গোলটি করেন। এরপর ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জো পেলিগ্রিনি। জার্মানির বিরুদ্ধেও আজুরি বাহিনীর হয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনিই। ম্যাচরে ৬১ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মানচিনি। তাঁর এই আত্মঘাতী গোলেও অবশ্য শেষ পর্যন্ত বিপদ কিছু ঘটেনি। হাসি মুখেই মাঠ ছেড়েছে ইটালি।