U19 World Cup: নিজেকে বুমরাহর থেকে ভালো বললেন দক্ষিণ আফ্রিকার এই পেসার

Kwena Maphaka

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup)। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয় দিয়ে মিশন শুরু করেছে ভারত। একই সঙ্গে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় দিয়ে খাতা খুলল দক্ষিণ আফ্রিকাও। শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জিতেছিল।

দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফাস্ট বোলার কুয়েনা এমফাকা। এই ম্যাচে খুব বিপজ্জনক বোলিং করেছেন কুয়েনা। এই ম্যাচে ৯.১ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন কুইনা। ম্যাচ শেষে কুইনা এমফাকা নিজেকে টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহর চেয়ে ভালো বলে বর্ণনা করেছেন।

   

এই ম্যাচে প্রতিটি উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরাহর স্টাইলে সেলিব্রেশন করেন কুয়েনা এমফাকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েনা মাফাকার একটি ভিডিও শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিনি বলেন, ‘আমি আসলে আমার ভাইকে বলেছিলাম, বিশ্বকাপের ঠিক আগে একটা সেলিব্রেশন দিতে। আমি তাকে বললাম, ‘তুমি জানো এটা কেমন শোনাচ্ছে?’ উত্তরে তিনি বলেন, আমি জানি না। জসপ্রীত বুমরাহ, তুমি একজন গ্রেট খেলোয়াড়, আমি আশা করি আমি তোমার চেয়ে ভাল।”

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয় দিয়ে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কুয়ান এমফাকা ৫ উইকেট নিয়ে ম্যাচকে একপেশে করে তোলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন