পদক জিতে নিল ভারত, আসতে পারে আরও একটা মেডেল

অনূর্ধ্ব ১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (U17 World Wrestling Championship) ১১০ কেজি গ্রেকো-রোমান বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের রৌনক দাহিয়া। মঙ্গলবার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল প্লে-অফে রৌনক সহজেই ৬-১ গেমে হারান তুরস্কের ইমরুল্লা কাপকানকে।

রাজনৈতিক অস্থিরতায় বিশ্বকাপ হবে না বাংলাদেশে

   

এই টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম পদক। রৌনক বর্তমানে তার বয়সভিত্তিক ওজন বিভাগে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছেন। এর আগে সেমিফাইনালে হাঙ্গেরির রৌপ্যপদকজয়ী জেলটন কাজাকোর কাছে হেরে যান রৌনক।

এই বিভাগে সোনার পদক জিতেছিলেন ইউক্রেনের ইভান ইয়াঙ্কোভস্কি, যিনি কৌশলের জোরে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কাজাকোকে ১৩-৪ ব্যবধানে পরাজিত করেছিলেন। সাইনাথ পারধি দু’টি বাউট জিতলে ৫১ কেজি বিভাগে দ্বিতীয় পদক জয়ের সুযোগ থাকবে ভারতের।

IPL থেকে কত টাকা ইনকাম করে BCCI? অঙ্ক শুনলে চোখ উঠবে কপালে

প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ডমিনিক মাইকেল মুনারেতোর বিরুদ্ধে লড়ছেন তিনি। বাউট জিতলে তিনি লড়বেন আর্মেনিয়ার সার্গিস হারুতুনেন ও জর্জিয়ার ইউরি চাপিডজের মধ্যকার লড়াইয়ে ব্রোঞ্জ পদকের জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন