U17 League: ইউনাইটেড স্পোর্টসের কাছে হারল মোহনবাগান

নতুন বছরের শুরুটা মোহনবাগানের জন্য অনুকূল নয়। ডার্বিতে পরাজয়ের পরের দিন সবুজ মেরুন শিবিরে আবারও পরাজয়ের খবর। জাতীয় অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টে (U17 League) ইউনাইটেড স্পোর্টস…

Mohun Bagan

নতুন বছরের শুরুটা মোহনবাগানের জন্য অনুকূল নয়। ডার্বিতে পরাজয়ের পরের দিন সবুজ মেরুন শিবিরে আবারও পরাজয়ের খবর। জাতীয় অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টে (U17 League) ইউনাইটেড স্পোর্টস বাগানকে পরাজিত করেছে।

শুক্রবার কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে ১-৩ গোলে হেরেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। পরের দিন হারল ০-২ গোলে, কলকাতার অন্য ক্লাব ইউনাইটেড স্পোর্টসের কাছে। যদিও এই ম্যাচে পরাজয়ের ফলে বাগানের যুব দলকে খুব একটা সমস্যা হবে না। কারণ ইতিমধ্যে পরের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে দল। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ফর্মে ছিল মোহন বাগান সুপার জায়ান্টের অনূর্ধ্ব ১৭ দল।

বাগানের কাছে এদিনের ম্যাচ ছিল স্রেফ নিয়ম রক্ষার। তাই গ্রুপ পর্বের শেষ খেলায় প্রথম একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন সবুজ মেরুন কোচ বাস্তব রায়। ইউনাইটেড স্পোর্টস পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার মনোভাব নিয়ে করেছিল কিক অফ।

ম্যাচের পর ইউনাইটেড স্পোর্টসের যুব দলের কোচ স্টিভ হার্বটস বলেছেন, “বিভাগের ‘ ক্ষুদ্রতম ‘ ক্লাব হওয়ায় সারা বছর তরুণদের নিয়ে কাজ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, ওড়িশা এফসি, স্পোর্টস ওড়িশার মতো বড় ক্লাবগুলিকে হারানোর সুযোগ পেয়েছি আমরা। সব সময় যুব উন্নয়নে বিশ্বাসী। আর একটা ম্যাচ বাকি।”