অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও (U-19 World Cup) দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারতীয় দল। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। একপেশে ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম ম্যাচ ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে খেলা হয়েছে। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ৩০১ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুশির খান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ বলে ১১৮ রান করেছেন সরফরাজ খানের ভাই মুশির খান। এই সময়ে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া একটি হাফ সেঞ্চুরি ইনিংস খেলেছেন উদয় সাহারান। ৮৪ বলে ৭৫ রান করেছেন তিনি। এই ইনিংসের সৌজন্যে দলের স্কোর ৩০০ ছাড়িয়ে যায় ।
জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ৩০২ রান, কিন্তু মাত্র ১০০ রানের মাথায় ধসে পড়েছে আয়ারল্যান্ডের পুরো দল। ভারতের হয়ে নমন তিওয়ারি ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন সৌম্য পান্ডেও। এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের ইনিংস মাত্র ১০০ রানে গুটিয়ে গেলে ২০১ রানের বড় জয় পায় ভারত।
Innings break!
Solid batting display from the #BoysinBlue as #TeamIndia post 301/7 in the first innings 👌👌
💯 from Musheer Khan and a Captain's knock from Uday Saharan 👏👏
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/x26Ah72jqU#TeamIndia | #INDvIRE | #U19WorldCup pic.twitter.com/Lvu6aJR194
— BCCI (@BCCI) January 25, 2024
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি ভারতের টানা দ্বিতীয় জয়। এর আগে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছিল ভারত। ফলে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেড়েছে। আগামী ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে ভারত।