HomeSports NewsPakistan Cricket: গাড়ি দুর্ঘটনার কবলে পাকিস্তানের দুই ক্রিকেটার

Pakistan Cricket: গাড়ি দুর্ঘটনার কবলে পাকিস্তানের দুই ক্রিকেটার

- Advertisement -

গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা (Pakistan Cricket)। এই ঘটনায় দুই খেলোয়াড়কে নিয়ে বড় আপডেট উঠে এসেছে। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে পাকিস্তান। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এই দুই সিরিজের আগে এসেছে গাড়ি দুর্ঘটনার খবর।

আগামী ১৮ এপ্রিল থেকে পাকিস্তান সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল। কিন্তু এই সফর শুরুর আগেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের দুই মহিলা ক্রিকেটার- বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

   

Virat Kohli: এক ম্যাচে তিনটি রেকর্ড গড়তে পারেন বিরাট

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর দুই ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রাখা হয় দু’জনকে। পিসিবি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য এই দুই খেলোয়াড়ই সম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন। দু’জনেই ট্রেনিং ক্যাম্পের অংশ।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। দুই দলের মধ্যকার আটটি ম্যাচই হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে, চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

IPL 2024: চেন্নাই সুপার কিংসের সবথেকে দামী ক্রিকেটার হয়ে উঠেছেন দলের মাথা ব্যাথার কারণ

গত মাসে পাকিস্তান সফরের জন্য মহিলাদের দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ জন্য ৬ এপ্রিল থেকে দুবাইয়ে শিবির করে প্রস্তুতি নিচ্ছে তারা।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular