PM Modi: ‘কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ছাপ’, কংগ্রেসকে তুলোধনা মোদীর

কংগ্রেসের ইস্তেহার নিয়ে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আজ শনিবার প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লিগ ও বামেদের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান।…

কংগ্রেসের ইস্তেহার নিয়ে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আজ শনিবার প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লিগ ও বামেদের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান।

আজ পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘স্বাধীনতার সময় মুসলিম লিগের আদর্শে যে চিন্তাভাবনা দেখা গিয়েছিল, কংগ্রেসের ইস্তেহারেও সেই একই চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে। এ ধরনের প্রতিশ্রুতি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কংগ্রেসের ইস্তেহারে শুধু মুসলিম লিগের আদর্শই নয়, বামপন্থী চিন্তাধারাও পুরোপুরি প্রাধান্য পেয়েছে। এই ইস্তেহার প্রমাণ করে দিয়েছে যে আজকের কংগ্রেস আজকের ভারতের আশা-আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’ প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের ইস্তাহারে খোদ কংগ্রেসকে দূর-দূরান্তে দেখা যায় না। এখানে বাম ও মুসলিম লীগের মতাদর্শের কথা বলা হয়েছে। এই ধরনের কংগ্রেস একবিংশ শতাব্দীতে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।

শনিবারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজবাদী পার্টিকে বড়সড় আক্রমণ করেছেন। তিনি বলেন, “আজ সমাজবাদী পার্টি এমন অবস্থায় পৌঁছেছে যে প্রতি ঘণ্টায় তাদের প্রার্থী পরিবর্তন করতে হচ্ছে। একই সঙ্গে কংগ্রেসের অবস্থা এমন যে তারা প্রার্থী পাচ্ছে না। মোদী বলেন, কংগ্রেস যে আসনগুলিকে নিজেদের শক্ত ঘাঁটি বলে মনে করেছে, সেখানেও প্রার্থী দেওয়ার সাহস তাদের নেই। অর্থাৎ অস্থিরতা ও অনিশ্চয়তার আরেক নাম হয়ে উঠেছে ইন্ডি জোট।”