ISL: শাস্তি পেলেন বাগান ফুটবলার, মার্চে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়কের শুনানি

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিয়ম ভঙ্গ করার অভিযোগ। শাস্তি পেলেন এটিকে মোহন বাগানের প্রবীর দাস। শুনানি হবে হরমোনজোত সিং খাবরার।  Advertisements সর্ব ভারতীয় ফুটবল সংস্থার…

ISL

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিয়ম ভঙ্গ করার অভিযোগ। শাস্তি পেলেন এটিকে মোহন বাগানের প্রবীর দাস। শুনানি হবে হরমোনজোত সিং খাবরার। 

Advertisements

সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) নিয়ামক কমিটি জরিমানা ধার্য করেছে প্রবীর দাসের জন্য। ৫০ হাজার তাঁকে জরিমানা দিতে হবে। যদিও কোনো ম্যাচে ব্যান করেনি কমিটি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ। 

   

অন্য দিকে হরমোনজোত সিং খাবরার বিরুদ্ধেও একই অভিযোগ। তিনি নাকি নিয়ম ভেঙেছেন। হরমোনজোত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। তাঁর শুনানি মার্চের ১ তারিখে।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে একটি ম্যাচে তিনি নিয়ম উল্লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। ঘটনার পর তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন আগে।