ক্রোয়েশিয়ার বিখ‍্যাত Dinamo Zagreb ক্লাবে সুযোগ করে নিল দুই ভারতীয় ফুটবলার

Soumya Guguloth and Jyoti Chauhan

ইদানিং বেশ কিছু ভারতীয় ফুটবলার বিদেশের ক্লাব গুলো’তে সুযোগ করে নিয়েছে। সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার কৃতিত্ব অর্জন করেছিলেন মহিলা ফুটবলার মনীষা কল্যাণ।

Advertisements

তার রেশ কাটতে না কাটতেই ইউরোপের এক প্রথম সারির ক্লাবে সুযোগ করে নিলো ভারতের দুই মহিলা ফুটবলার ।  ভারতের সৌম্যা গুগুলোথ এবং জ্যোতি চৌহান’কে একবছর জন্যে দলে নিয়েছে ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব ডায়নামো জাগ্রেবের মহিলা দলে।

এবছর জুন মাসে কলকাতায় ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন এই দুই ফুটবলার । তাদের খেলা নজর কাড়ে সংশ্লিষ্ট দলের সহকারী কোচ মিয়া মেডভেডোস্কি।তাদের আগষ্টে আমন্ত্রণ জানানো হয় জাগ্রেবে, দুই সপ্তাহের জন্যে ট্রায়ালে । সেই ট্রায়াল থেকেই তারা সুযোগ করে নিয়েছেন জাগ্রেবে।

Advertisements

সংশ্লিষ্ট এই দুই ফুটবলার ক্লাব স্তরে দারুণ খেলেছিলেন গোকুলাম কেরালায় । তাদের দুরন্ত প্রতিভা এবার তাদের সুযোগ করে দিলো আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রমাণ করার । বিদেশের মাঠে এবার নিজেদেরকে কিভাবে মেলে ধরেন তারা , এবার সেটাই দেখার বিষয় ।