১ রানে ৬ উইকেট! বোলিং কাকে বলে দেখিয়ে দিলেন ২ ভারতীয়

গত ৩ সেপ্টেম্বর কেরালা ক্রিকেট লিগে (KCL) অনুষ্ঠিত ত্রিবান্দ্রম রয়্যালস বনাম আলেপ্পি রিপলস ম্যাচে ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা। কুড়ি ওভারের ম্যাচের ফলাফল নির্ধারিত হল ৪৩…

KCL

গত ৩ সেপ্টেম্বর কেরালা ক্রিকেট লিগে (KCL) অনুষ্ঠিত ত্রিবান্দ্রম রয়্যালস বনাম আলেপ্পি রিপলস ম্যাচে ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা। কুড়ি ওভারের ম্যাচের ফলাফল নির্ধারিত হল ৪৩ বলে। ফইজ ফানুস ও আনন্দ জোসেফ নামের দুই বোলারের বোলিং এখন চর্চার বিষয় হয়ে উঠেছে।

রেকর্ড ২১টা মেডেল! ভারতের এই সচিনকেও চিনে রাখুন

   

এই দুই বোলারই ম্যাচে আলেপ্পি রিপুলসের অংশ ছিলেন। প্রথমে ব্যাট করেছিল আলেপ্পি। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তোলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন দলটি। অর্থাৎ ত্রিবান্দ্রম রয়্যালসের সামনে জয়ের জন্য ১৪৬ রানের টার্গেট দিয়েছিল দল।

ত্রিবান্দ্রম রয়্যালস যখন লক্ষ্য তাড়া করতে নামল, তখন পরিস্থিতি একটু অন্যরকম দেখাচ্ছিল। ত্রিবান্দ্রম রয়্যালসের প্রথম দুই উইকেটের পতন হয় স্কোরবোর্ডে কোনো রান ছাড়াই। প্রথম রান হওয়ার পর আরও একটা উইকেট। এবার এক রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। মাঝের ওভারে তারা এই কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। কিন্তু এরপর স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ডাগ আউটে ফিরে যান বাকি ৩ ব্যাটসম্যান। সব মিলিয়ে ১১২ রানে অলআউট হয়ে যায় পুরো দল।

ক্রিকেটমহলে বড় চমক, ফের হেড কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়

স্কোরকার্ডের হিসেবে অনুযায়ী প্রথম ৩ উইকেট ও ৩ উইকেটের পতন হয় মাত্র ১ রানে। যা ত্রিবান্দ্রম রয়্যালসের পরাজয়ের বড় কারণ হয়ে দাঁড়ায়। পুরো ২০ ওভারও খেলতে পারেনি ত্রিবান্দ্রম রয়্যালস দল। ১৮.১ ওভারে মাত্র ১১২ রান তুলে ৩৩ রানে ম্যাচ হেরে যায় তারা। ত্রিবান্দ্রম রয়্যালসের এই দুর্বল অবস্থার কারণ ছিলেন দুই বোলার- ফইজ ফানুস ও আনন্দ জোসেফ।

ত্রিবান্দ্রম রয়্যালসের ৪৩ বলে ৮ উইকেট নিয়েছেন তাঁরা দু’জনে মিলে। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন ফাজিল। অন্যদিকে ৩.১ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেন আনন্দ জোসেফ।