আইপিএল ২০২৪ (IPL 2024)-এর এখনও শুরু হয়নি। তার আগেও ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গিয়েছে, জল্পনা চলছে কে হতে পারে এবারের বিজেতা দল। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই বিজয়ীর নাম ভবিষ্যদ্বাণী করেছেন দুই অভিজ্ঞ।
শুক্রবার চেন্নাইয়ের চিপকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি সিএসকে-আরসিবি (RCB)। এই দুই দলের মধ্যে একটি দল বিজয়ী হতে পারে বলে মওনে করছেন অভিজ্ঞদের একাংশ। এই ভবিষ্যদ্বাণী করেছেন দুই কিংবদন্তি খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স ও ব্রেট লি। সম্প্রতি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে আরসিবি। আইপিএলের ১৬ বছরে দলটি ট্রফি জিততে না পারলেও ডব্লিউপিএলে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এটাই নিয়তি। মেয়েরা এটা করেছে এবং এবার ছেলেদের পালা। ‘
The Aura ✨🤌 pic.twitter.com/ge8Qqe5AX8
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 20, 2024
আরসিবির প্রাক্তন এই ক্রিকেটার আরও বলেছেন, ‘এবার খুলে যাবে আরসিবির সৌভাগ্যের পথ। এই বছর আরসিবি আইপিএল শিরোপাও জিতবে। আমার দৃঢ় বিশ্বাস, এবার দল জিতবে। একটু ধৈর্য ধরতে হবে। তবে আরও ৯টি দল রয়েছে যারা আরসিবিকে তা করতে বাধা দেবে। তবে প্রথমে আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং এর কাছাকাছি এসেছি। ফাইনালে তিনবার হেরেছি।’
বিশেষ বিষয় হল, ব্রেট লি-ও আরসিবি সম্পর্কে বলেছেন, ‘আমিও মনে করি এই বছর আরসিবির শিরোপা জয়ের ভাল সুযোগ রয়েছে। ভারতে অনেক কুসংস্কার আছে। তারা তাদের নাম পরিবর্তন করেছে, জার্সি পরিবর্তন করেছে। এবারেই হয়তো তাদে ভাগ্য পরিবর্তন হবে।’