অমিত ভদ্র এবং প্রতাপ ঘোষ (Amit Bhadra and Pratap Ghosh)। কলকাতার তিন প্রধান-সহ, বাংলা এবং ভারতীয় দলের জার্সি পরে খেলা দুই প্রাক্তন ফুটবল তারকা। তারকা তকমা সরিয়ে রেখে এই দুই প্রাক্তন শুরু করেছেন তাদের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ ২৪ পরগণা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে এনে ফুটবলের মূল স্রোতে তাদের প্রতিষ্ঠা দেওয়া।
একসময় এই জেলা থেকে অজস্র ফুটবলার মূল স্রোতে উঠেছেন। মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়,অতনু ভট্টাচার্য,গৌরাঙ্গ ব্যা নার্জি, রূপক চৌধুরী, মেহেতাব হোসেন, অমিত দাস,চন্দন দাস, প্রশান্ত চক্রবর্তীর মত বাংলা, কলকাতার তিন প্রধান এবং ভারতীয় দলে খেলা সব নাম। কিন্তু সাপ্লাই-লাইন বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে অমিত আর প্রতাপের এই উদ্যোগ।
দুজনেই যুক্ত হয়েছেন সোনারপুর ইয়ং মেনস স্পোর্টিং অ্যা সোসিয়েশনের সঙ্গে। এই ক্লাবটি কলকাতা লিগের তৃতীয় ডিভিশনে খেলে। যে কারণে জেলার প্রতিভাবান ফুটবলারদের সামনে এই ক্লাবের হয়ে কলকাতা লিগে খেলার সুযোগ তৈরি হচ্ছে। এই মঞ্চকে সামনে রেখেই জেলা ফুটবলের গৌরবময় সাপ্লাই-লাইন ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছেন অমিত এবং প্রতাপ।
এই প্রসঙ্গে অমিত ভদ্র বলছিলেন,”আমাদের সময়ে ফুটবল নিয়ে উন্মাদনা বেশি ছিল। কিন্তু এখনও দেখছি প্রচুর ছোট ছেলেরা বিকেলে মাঠে ফুটবল খেলতে আসে। ফুটবল নিয়ে আগ্রহ কিন্তু এই জেলায় শেষ হয়নি। এখান থেকে এবার তিনটি ক্লাব কলকাতা ফুটবল লিগে অংশ নিচ্ছে। সোনারপুর ইয়ং মেনস স্পোর্টিং অ্যা।সোসিয়েশন, জ্যো তির্ময়ী এবং ডায়মন্ড হারবার এফসি। শুধু এই জেলা থেকে প্রায় ৮০ জন ফুটবলার গড়ের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এটা খুবই ইতিবাচক দিক। শুধু আমরা নই, এলাকার সকল ক্রীড়াপ্রেমীরা নিঃস্বার্থ ভাবে যদি এগিয়ে আসেন তাহলে আগামী দিনে এই জেলা থেকে ভাল ফুটবলার উঠে আসবেই।”