ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুর দিকেই দারুণ উপভোগ্য এক ম্যাচ। হায়দরাবাদ ফুটবল ক্লাব (Hyderabad FC) বনাম মুম্বই সিটি ফুটবল ক্লাব ম্যাচের ফলাফল ৩-৩। এই দুই দলেই এমন একাধিক ফুটবলার রয়েছেন যাদের সঙ্গে রয়েছে কলকাতা যোগ।
হায়দরাবাদ ফুটবল ক্লাবের নিখিল পুজারি এবং মনোজ মহম্মদ অতীতে ইস্টবেঙ্গলের ফুটবল হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ইস্টবেঙ্গল যুব দলের সদস্য ছিলেন নিখিল পুজারি। পরে সুযোগ পেয়েছিলেন ক্লাবের সিনিয়র দলে। সেখান থেকে ভারতীয় ফুটবল মহলে পরিচিত হতে শুরু করেছিলেন তিনি। ২০১৬-২০১৮ মরসুম পর্যন্ত লাল হলুদ জার্সি পরে বেশ কিছু ম্যাচে নিখিল খেলেছিলেন।
মনোজ মহম্মদ জলপাইগুড়ির ছেলে। ইস্টবেঙ্গল যুব অ্যাকাডেমির ছাত্র। পরে সুযোগ পেয়েছিলেন সিনিয়র দলে। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ক্লাবের সিনিয়র দলের হয়ে বেশ কিছু ম্যাচে নেমেছিলেন এবং সুনাম অর্জন করেছিলেন। এখন মুম্বই সিটি দলের অন্যতম লেফট ব্যাক।
নিখিল ও মনোজ ছাড়াও এদিনের হায়দরাবাদ ফুটবল ক্লাবের হিতেশ শর্মা বেশ কয়েক বছর কলকাতায় ছিলেন। এটিকের খেলোয়াড় হিসেবে নজর কেড়েছিলেন হিতেশ। ২০১৭-২০ পর্যন্ত কলকাতার এই ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন তরুণ মিডফিল্ডার।