Durand Cup: মোহনবাগানের বিরুদ্ধে নজর কাড়তে পারেন ২ ফুটবলার

ডুরান্ড কাপে (Durand Cup) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan vs Downtown Heros FC) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসি। ধারেভারে মোহনবাগান সুপার জায়ান্ট…

two downtown heroes fc players to watch out against Mohun Bagan SG

ডুরান্ড কাপে (Durand Cup) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan vs Downtown Heros FC) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসি। ধারেভারে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে থাকলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ ডাউনটাউন হিরোস। দলের একাধিক ফুটবলার ডুরান্ড কাপে নিজেদের প্রতিভা প্রদর্শন করার জন্য মুখিয়ে রয়েছেন।

Durand Cup 2024: পরপর টুনামেন্ট জিতে মোহনবাগানের বিরুদ্ধে ডাউনটাউন হিরোস

   

সম্প্রতি সময়ে কাশ্মীরের অন্যতম সফল দল ডাউনটাউন হিরোস এফসি। পরপর জিতেছে স্প্রিং লেগাসি ফুটবল টুর্নামেন্ট, সাউথ কাশ্মীর গোল্ড কাপ। গত বছরের এসেছিল সাফল্য। ডাউনটাউন হিরোস এফসির টিম ম্যানেজার শেখ ফয়সল জানিয়েছেন, “কুড়িটা ম্যাচের মধ্যে আঠারো ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে আমাদের।”

গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ডাউনটাউন হিরোস এফসির ফুটবলাররা। সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করছে দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্র্যাকটিস খুব ভাল হচ্ছে। টুর্নামেন্টে ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদী। মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে খেলতে নামাই ছেলেদের জন্য বারোটি মোটিভেশন। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার কাশ্মীরের। বড় দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার জন্য উঠতি ফুটবলাররা মুখিয়ে রয়েছেন।

ডুরান্ড কাপ থেকে ঘুরে দাঁড়াতে চাইবে Mohun Bagan

তরুণ ফুটবলারদের পাশাপাশি ডাউনটাউন হিরোস এফসির স্কোয়াডে রয়েছেন তিন বিদেশি ফুটবলার। দু’জন ফ্রান্সের, একজন লাইবেরিয়ার। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একজন করে বিদেশি ফুটবলাররা রাখা হয়েছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে মোহনবাগানের বিরুদ্ধে নজর কাড়তে পারেন মহম্মদ ইনাম, হায়দার ইউসুফ। বছর তেইশের মিডফিল্ডার মহম্মদ ইনাম ভারতীয় ফুটবলে এখন পরিচিত নাম। খেলেছেন রিয়াল কাশ্মীর, দিল্লি এফসির হয়ে। বছর চব্বিশের রাইট ব্যাক হায়দার ইউসুফ খেলেছেন রিয়াল কাশ্মীর, লোনস্টার কাশ্মীর এফসির হয়ে।