HomeSports NewsIPL : নাইট রাইডার্সে ব্রাত্য বাংলার দুই ছেলে নামলেন বেঙ্গালুরুর হয়ে

IPL : নাইট রাইডার্সে ব্রাত্য বাংলার দুই ছেলে নামলেন বেঙ্গালুরুর হয়ে

- Advertisement -

IPL  : বাংলার হয়ে খেলেছেন বহু ম্যাচ। রয়েছে সারা জাগানো পারফরম্যান্স। তবু তাঁরা ব্রাত্য কলকাতা নাইট রাইডার্সে (KKR)। খেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে। 

শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ। দুই ক্রিকেটার খেলেন বাংলার হয়ে। জন্ম অন্য রাজ্যে হলেও বাংলার হয়ে খেলেন দুই ক্রিকেটার। 

   

পঁচিশ বছর বয়সী আকাশ বোলিং অলরাউন্ডার। পরিসংখ্যান অনুযায়ী প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন এগারোটি ম্যাচ। নিয়েছেন ৪৫ টি উইকেট। শাহবাজও একজন অলরাউন্ড ক্রিকেটার। ২০১৮ থেকে খেলেছেন বাংলার হয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর। 

রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচে ছিলেন দুই ক্রিকেটার। যদিও ব্যাট হাতে সুযোগ পাননি তাঁরা। এক ওভার বল করেছিলেন শাহবাজ। ছ’রান মাত্র দিয়েছিলেন। আকাশ দীপ তিন ওভার বল করে নিয়েছেন একটি উইকেট। বিপজ্জনক ব্যাটসম্যান লিভিংস্টোনকে আউট করেছেন তিনি। যদিও তাঁদের দল ২০৫ রান করেও জিততে পারেনি এদিনের ম্যাচে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular