সবুজ-মেরুন শিবিরের শ্রেষ্ঠ সম্মান পেয়ে ‘হাতে চাঁদ পেলাম’ বলে আখ্যা দিলেন টুটু বোস

মোহনবাগান দিবসে (Mohun Bagan Day 2025) এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল গোটা শহর। সবুজ-মেরুনের এক ইতিহাসপ্রেমী অধ্যায় সম্পূর্ণ হল। ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ (Mohun…

Tutu Bose get Mohun Bagan Ratna award at Mohun Bagan Day 2025

মোহনবাগান দিবসে (Mohun Bagan Day 2025) এক আবেগঘন মুহূর্তের সাক্ষী রইল গোটা শহর। সবুজ-মেরুনের এক ইতিহাসপ্রেমী অধ্যায় সম্পূর্ণ হল। ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ (Mohun Bagan Ratna) প্রদান করা হল ক্লাবেরই প্রাণপুরুষ স্বপনসাধন বোস ওরফে টুটু বোসকে (Tutu Bose)। যাঁর আমলে শুরু হয়েছিল অনন্য সম্মান, শেষপর্যন্ত তিনিই পেলেন বাগানের বিশেষ সম্মান।

টুটু বোসের নাম শুধু ক্লাব প্রশাসনের ইতিহাসেই নয়, মিশে রয়েছে লক্ষ লক্ষ সমর্থকের হৃদয়ে। মোহনবাগান ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক নিছক একজন কর্তার নয় বরং এক আদর্শ প্রেমিকের। যিনি ক্লাবের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে পিছপা হননি কখনও। মোহনবাগান দিবসে সেই সম্পর্কই পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।

   

সম্মান পেয়ে আবেগে কেঁদে ফেলেন প্রবীণ টুটু বোস। চোখের জল লুকোতে পারেননি তিনি। তিনি বলেন, “মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেয়েছি।” উপস্থিত হাজারো দর্শকের করতালিতে তখন গ্যালারি যেন কেঁপে ওঠে।

টুটু বোসের হাত ধরেই মোহনবাগান ক্লাবে বহু যুগান্তকারী পরিবর্তন এসেছে। তাঁর সাহসী সিদ্ধান্তেই প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে চিমা ওকোরি খেলেছিলেন সবুজ-মেরুন জার্সিতে। তখনকার নিয়মবিরোধী সেই পদক্ষেপকে তিনি ব্যাখ্যা করলেন একটিই শব্দে, “সাহসই মোহনবাগানের পরিচয়।” শুধু তাই নয়, তাঁর নেতৃত্বেই ক্লাবের সদস্যরা ভোটাধিকার লাভ করেন। হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহাসিক নির্বাচন আজও স্মরণীয়।

তাঁর অবদান শুধুমাত্র প্রশাসনিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ক্লাবের অন্যতম প্রিয় স্থান, মোহনবাগান ক্যান্টিন তাঁরই সৃষ্টি। নিজের পকেট থেকে ৩০ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা এই ক্যান্টিন আজ মোহনবাগান সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সেদিনের উদ্বোধনে পাউরুটি আর চিকেন স্ট্যু থাকলেও, আজ সেই ক্যান্টিনের কাটলেট, ফিশ ফ্রাই আর মাটন কষা সুপরিচিত দেশজুড়ে। সেই প্রসঙ্গে টুটু বোস বলেন, ‘ আমি মারা গেলে এই ক্যান্টিন যেন আমার নামে করে দেওয়া হয়’।

Advertisements

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, বলিউড ও টলিউডের বহু তারকা, ক্লাব সদস্য এবং প্রাক্তন ফুটবল কিংবদন্তিরা। সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, হোসে ব্যারেটো, সুব্রত ভট্টাচার্যের মতো তারকারা ভিডিওবার্তায় জানান শ্রদ্ধা।

অনুষ্ঠানে ক্লাব সচিব সৃঞ্জয় বসু এবং সভাপতি দেবাশিস দত্ত সম্মান তুলে দেন টুটু বোসের হাতে। সেই মুহূর্তে নিজের প্রিয় ক্লাবকে আরও চার লক্ষ টাকা অনুদান দেন তিনি। বলেন, “১৯ জন আজীবন সদস্য হয়েছেন, আমি চাই ২০তম জন যেন পরজন্মে টুটু বসু হয়।”

Tutu Bose get Mohun Bagan Ratna award at Mohun Bagan Day 2025