গর্জাতে শুরু করেছে নয়া জমানার তরুণ তুর্কিরা (Turkey vs Austria)। উয়েফা ইউরো ২০২৪ (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তুর্কি। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে মিলেছে পরের পর্বে যাওয়ার ছাড়পত্র।
Durand Cup 2024: বড় ঘোষণা, যুবভারতীতে হবে ফাইনাল
ইস্তানবুলের সঙ্গে বাঙালির সম্পর্ক অনেক পুরোনো। ‘ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে…’ মান্না দে’র সেই গান তো আজও নতুনের মতোই। বিশ্ব ফুটবলে তুর্কির উত্থান বাংলার ফুটবল প্রেমীদের মনেও আলাদা জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে করেছেন পোস্ট।
রেড বুল অ্যারেনায় ইউরো ২০২৪ এর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ক্রিসেন্ট-স্টার্স। ‘এফ’ গ্রুপের রানার্স-আপ ভিনসেঞ্জো মন্তেল্লার দল ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেছে। মাত্র ৫৭ সেকেন্ডের মধ্যে গোল করে লিড নেয় তুর্কি। ডেমিরালের গোলে ম্যাচের শুরুতেই গিয়ে গিয়েছিল তুর্কি। ৫৯ মিনিটে আরও একটি গোল করে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডেমিরাল। এরপর একটি গোল শোধ করেছিল অস্ট্রিয়া।
Incredible.
Türkiye face Netherlands in Berlin next 🔜#EURO2024 | #AUTTUR pic.twitter.com/FKv6Dyaqlg
— UEFA EURO 2024 (@EURO2024) July 2, 2024
Jon Toral: ভারতের মাটিতে খেলবেন আর্সেনালের প্রাক্তন ফুটবলার
ম্যাচের শেষের দিকে তুর্কি ডিফেন্সের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছিল অস্ট্রিয়া। তুর্কির মতো অস্ট্রিয়াও এবারের ইউরোয় চমক দিয়েছে। ৬৬ মিনিটে মিচেল একটি গোল শোধ করেছিল। অস্ট্রিয়া আক্রমণের ঝাঁঝ বাড়ালেও এরপর আর গোল আসেনি। ফলত তুর্কির পক্ষে ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে তুর্কি খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আগামী ৭ জুলাই রয়েছে ম্যাচ।