IPL খেলবেন না মিচেল স্টার্ক! সত্যিটা জানুন

দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল (IPL) ২০২৪ নিলামে মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি টাকায় রেকর্ড ভাঙ্গা দরে দলে নেয়। কলকাতার ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ এই ফাস্ট বোলারের…

mitchell starc with wife

দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল (IPL) ২০২৪ নিলামে মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি টাকায় রেকর্ড ভাঙ্গা দরে দলে নেয়। কলকাতার ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ এই ফাস্ট বোলারের উপর পুরোপুরি আস্থা রাখছে। কারণ এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার নতুন বল এবং ডেথ ওভার বোলিং দুই ক্ষেত্রেই সমান দক্ষতার সঙ্গে দলের কাজে লাগতে পারেন। সবাই যখন স্টার্ককে মাঠে দেখার জন্য উদগ্রীব, তখনই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর দাবি।

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

   

নিলামের পর এক্স-এর কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল যে মিচেল স্টার্কের স্ত্রী, অস্ট্রেলিয়ান মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি পাঁচ মাসের গর্ভবতী এবং স্টার্ক তার স্ত্রীর সাথে থাকার জন্য আসন্ন আইপিএলে খেলতে পারবেন না। এই খবরটা আদৌ কতোটা সত্যি সে ব্যাপারে শুরু থেকে প্রশ্ন রয়েছে। অনেকের দাবি এটি একটি ভিত্তিহীন দাবি ও এই দাবির পক্ষে কোনো যুক্তি নেই বলেও অনেকে মনে করছে। কারণ অ্যালিসা হিলি বর্তমানে আসন্ন সফরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন এবং ফেব্রুয়ারিতে ডাব্লুপিএল দল ইউপি ওয়ারিয়র্সের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন:  IPL Auction: স্মিথ, সল্ট, হেজেলউড… অবিক্রিত খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়ে যাবে সেরা একাদশ

কেকেআর সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে স্টার্কের প্রাপ্যতা নিয়ে আলোচনা করেছে এবং তার পক্ষ থেকে দেওয়া আশ্বাসের পরেই তারা বিডিং যুদ্ধে লিপ্ত হয়েছিল। রুমারটি প্রথম প্রচার করা হয়েছিল একজন ক্রিকেট ইনফ্লুয়েন্সারের প্যারোডি অ্যাকাউন্টের মাধ্যমে। অন্যান্য অ্যাকাউন্টও সমানভাবে যোগ দেয়।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড
ওপেনার: জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ্ণ রঘুবংশী।
মিডল অর্ডার: শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, কেএস ভরত (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, শেরফান রাদারফোর্ড।
অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, অনুকুল রায়, রমনদীপ সিং
ফাস্ট বোলার: মিচেল স্টার্ক, গাস অ্যাটকিনসন, হর্ষিত রানা, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, সাকিব হোসেন।
স্পিনার: সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, মুজিব ইউর রহমান।