Mohun Bagan: বাগানের ৪ জন ফর্মে থাকলে হালে পানি পাবে না মুম্বই সিটি এফসি

Dimi Petratos, Joni Kauko, Vishal Kaith, Subhasish Bose

ইন্ডিয়ান সুপার লীগ তাদের অফিসিয়াল প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে আসন্ন ফাইনাল ম্যাচের জন্য গেম চেঞ্জারদের ছবি তুলে ধরা হয়েছে।  মোহনবাগান সুপার (Mohun Bagan) জায়ান্টের চারজন ফুটবলার বদলে দিতে পারেন ম্যাচের রঙ।

Advertisements

আগামী শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি দলের মধ্যে ফাইনাল ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচে কোন দলের কোন ফুটবলার কেমন খেলতে পারেন সে ব্যাপারে শুরু হয়েছে আলোচনা। দুই দলের সমর্থকরা বিশেষ কয়েকজন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবেন। মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াডে এমন একাধিক খেলোয়াড় রয়েছেন যারা ফর্মে থাকলে হালে পানি পাবে না মুম্বই সিটি এফসি।

Advertisements

বাগানের কোন চার ফুটবলার বদলে দিতে পারেন ম্যাচের রঙ?
ইন্ডিয়ান সুপার লিগের পোস্ট অনুযায়ী, দিমি পেত্ৰাতস, জনি কাউকো, শুভাশিস বসু ও বিশাল কাইথ। দলে এই চারজনের অবদান নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। যোনি কাউকে আসার পরেই মোহনবাগানের মাঝমাঠ জমাটি হয়েছে। গত মরসুম থেকে সবুজ মেরুন ব্রিগেডের আপফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন পেত্ৰাতস, নিজে গোল করছেন ও অন্যকে দিয়ে করাচ্ছেন। তৈরি করছেন গোল করার সুযোগ। বিশাল রয়েছে গোল্ডেন গ্লাভস পাওয়ার দৌড়ে। ক্যাপ্টেন শুভাশিস ডিফেন্স ‘রক সলিড’, পাস খেলে নিচ থেকে শুরু করছেন আক্রমণ।