অষ্টমীতে ‘মোহময়ী’ তৃষা, শাড়িতে মন জিতলেন সমর্থকদের

Trisha Mallik shared picture wearing saree on Durga-Puja-Ashtami

দেবী উমার আগমনের কয়েক মাস আগে থেকেই সকলে মেতে ওঠেন। আলোচোনা শুরু হয়ে যায় বন্ধু-বান্ধবদের মধ্যে, এই বছরের ট্রেন্ডিং কি? কারণ ট্রেন্ডে নিজেদের ভাসিয়ে তাঁরা সেই ভাবেই ধরা দেবেন। সেই মতো শুরু হয় জামা-কাপড় কেনাকাটা। এমনকি হাতে গুণে কয়েকজনকে বাদ দিয়ে কম বেশি রূপ চর্চা করতে দেখা যায় প্রায় সকলকেই। সেক্ষেত্রে বাদ পড়ে না চুলের সাজেও। বিশেষত পুজোর এই কয়েকটা দিন খবরের শিরোনামে থাকেন টলিউড থেকে শুরু করে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। তাঁরা কি করছেন, কি খাচ্ছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এই সবের মধ্যে অষ্টমীর দিন সকলকে তাঁক লাগিয়ে অন্য রূপে ধরা দিতে দেখা গেল লাল-হলুদ শিবিরের ফুটবলার তৃষা মল্লিককে (Trisha Mallick)।

Advertisements

মর্যাদার লড়াই! দশমীতেই অনুশীলন শুরু লাল-হলুদ শিবিরের

   

ইস্টবেঙ্গলের মহিলা দলের ফুটবলার তৃষার পায়ের জাদুতে যেমন মুগ্ধ সকলে। তেমনই অষ্টমীর দিন শাড়ি পড়া ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই গোটা ময়দানে শুরু আলোচনা। ইনি কে? বেশকিছুক্ষণ পর ফুটবলপ্রেমীরা চিনতে পারলেন ইনি ইস্টবেঙ্গল মহিলা দলের অধিনায়ক। গত মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগের ম্যাচ গুলিতে লাল হলুদ জার্সি গায়ে এবং অধিনায়ক হয়ে মাঠ কাঁপিয়েছিলেন তৃষা মল্লিক (Trisha Mallick)।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Trisha Mallick (@tuja_trisha_20)

এইসবের মধ্যে পুজো শেষের আগে সোশ্যাল মিডিয়া সর্বস্ব তৃষাকে নিয়ে ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। কারণ, বল পায়ে সবুজ মাঠে তৃষা যেভাবে বিপক্ষ দলকে ভেল্কি দেখান, ঠিক তেমনই অষ্টমীর দিন তাঁর শাড়ি পড়া ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। এই পোস্টের ক্যাপশনে লেখা ‘এমনি’। বাংলার ফুটবল প্রেমীরা যেখানে আগামী সপ্তাহে ইস্টবেঙ্গল-মোহনবাগানের পুরুষ দলের ডার্বি নিয়ে আলোচনা শুরু করবে। এর আগে দুই দলের সমর্থকদের মন ছুঁয়ে নিলেন লাল-হলুদ শিবিরের এই ফুটবলার।