বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC 2023) প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড, হিসেব মতো এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ৫-এ নেমেও সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং।
Advertisements
আসা অবধি ব্যাটিংয়ে আগ্রাসন অব্যাহত রেখেছিলিন তিনি। ৭৫ বলে ৬০ রান করেন তিনি। শামি বা সিরাজের বিরুদ্ধে শট খেলতে পিছপাও হননি তিনি। উল্টো দিকে ব্যাটিং করা স্টিভ স্মিথ শান্ত। তবে তাঁকে নিয়েই ১৫০ থেকে ২০০ রানের পার্টনারশিপ পার করে দেন তিনি। টি-তে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১৭০ ছিল অস্ট্রেলিয়া। বুধবারের শেষে আপাতত ৩২৭ রান করল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড শেষ করলেন ১৪৬ রানে, এবং স্মিথ ৯৫ রানে।
বিজ্ঞাপন