Vikram Partap Singh: মুম্বই সিটি এফসি চুক্তি বৃদ্ধি করতেই ‘বিস্ফোরক’ বিক্রম প্রতাপ

চলতি মাসের একেবারে শুরুতে চুক্তি বাড়ানো হয় রাহুল ভেকের সঙ্গে। এবার একই পদক্ষেপ নেওয়া হল দলের আরে ভারতীয় ফুটবলার বিক্রমপ্রতাপ সিংয়ের (Vikram Partap Singh)সঙ্গে।

Star Player Vikram Partap Singh

আগামী কয়েকমাস পরেই শুরু হয়ে যাবে হিরো আইএসএলের পরবর্তী মরশুম। সেজন্য এখন থেকেই পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের কাছে লোভনীয় প্রস্তাব পাঠানো শুরু করে দিয়েছে ক্লাব গুলি। পাশাপাশি অনেকে চুক্তি বাড়াচ্ছে দলের পুরোনো ফুটবলারদের সঙ্গে। এক্ষেত্রে বেশ খানিকটা সক্রিয় হয়ে উঠেছে গতবারের লিগ শিল্ড জয়ী দল মুম্বাই সিটি এফসি। এবার দলের আরেক ভারতীয় তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ালো ক্লাব।

এই সময়ে দাঁড়িয়ে দলবদলের বাজারে যখন অন্যান্য দল গুলি মোটা অঙ্কের বিনিময়ে খেলোয়াড় চূড়ান্ত করছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের দলের বেশকিছু পুরোনো ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা মুম্বাইয়ের। বলাবাহুল্য, শেষ ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে মুম্বাই। টুর্নামেন্টের লিগশিল্ড জেতার দরুণ এফসি চ্যাম্পিয়ন লিগে সুযোগ করে নিয়েছে দল। পাশাপাশি আইএসএলের সেমিফাইনালে ও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে তাদের। যদিও শেষ পর্যন্ত সাডেন ডেথে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয়েছিল মন্দারদের। তবে দলের লড়াকু পারফরম্যান্সে যথেষ্ট খুশি প্রত্যেকে।

   

সেইধারা বজায় রেখে আগামী মরশুমে কাপ জেতার নতুন চ্যালেঞ্জ রনবীর কাপুরের দলের। সেজন্য গতমাসের শেষেই তাদের দলের তারকা বিদেশি গ্ৰগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়িয়েছে মুম্বাই। এই স্কটিশ ফুটবলারের কাছে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিলেন তিনি। যারফলে, আরও একটা মরশুম পুরোনো ক্লাবে থাকছেন এই তারকা। একই রকম ভাবে গতমাসে চুক্তি বাড়নো হয়েছিল দলের গোলরক্ষক ফুরবা লাচেনপার সঙ্গে। তারপর চলতি মাসের একেবারে শুরুতে চুক্তি বাড়ানো হয় রাহুল ভেকের সঙ্গে। এবার একই পদক্ষেপ নেওয়া হল দলের আরে ভারতীয় ফুটবলার বিক্রমপ্রতাপ সিংয়ের (Vikram Partap Singh)সঙ্গে।

আগামী ২০২৬ পর্যন্ত মুম্বাই দলে খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। দলের এই সিদ্ধান্তের পর বিক্রমপ্রতাপ বলেন, গত তিনটি মরশুম ধরে নিজেকে আদর্শ ফুটবলার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। সিনিয়র তারকাদের থেকে জীবনের অনেক কিছু শিখেছি। আমি নিজেকে আরও উন্নত করতে চাই, দলকে নিজের সেরাটা দিতে চাই। সর্বপরি দল ও দলের সমর্থকদের জন্য অনেক অনেক ট্রফি জিততে চাই।