Transfer Window: এই ভারতীয় উইঙ্গারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে ওডিশা

Transfer Window: গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল ওডিশা এফসি (Odisha FC)।

jeet win

Isaac Vanmalsawma

Transfer Window: গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল ওডিশা এফসি (Odisha FC)। পরবর্তীতে নিজেদের উন্নত পারফরম্যান্সের দরুন সহজেই হিরো আইএসএলের কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয় ওডিশা। তবে শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান দলের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের।

পরবর্তীতে দলের কোচ জোসেফ গাম্বাউ কে বিদায় জানিয়ে ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডার হাতে তুলে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন দায়িত্ব। তার তত্ত্বাবধানে ই হিরো সুপার কাপ খেলতে কেরালা উড়ে যায় দল। সেখান থেকেই আসে সাফল্য। ফাইনালে সুনীলদের শক্তিশালী বেঙ্গালুরু কে পরাজিত করে প্রথমবারের মতো সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ওডিশা এফসি। যারফলে, শুরুটা ভালো না হলেও মরশুমের শেষটা যথেষ্ট সুখকর ছিল দিয়াগো মিরিসিওদের কাছে। এবার সেই পারফরম্যান্স ধরে রাখতেই মরিয়া সুপারকাপ জয়ীরা।

   

সেই মতো নতুন মরশুমে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মুম্বাই সিটি এফসির আইএসএল জয়ী কোচ সার্জিও লোবেরার হাতে। গত মরশুমে চীনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও নয়া মরশুমের কথা মাথায় রেখে ভারতে ফিরে এসেছেন এই স্প্যানিশ কোচ। তারপর থেকেই ভোল পাল্টেছে গোটা দলের। গত আইএসএলে সোনার বুট জয়ী তারকা দিয়াগো মিরিসিও সহ কিছু ফুটবলার বাদ দিয়ে অধিকাংশ ফুটবলারকেই দল থেকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোবেরা।

Advertisements

সেইমতো রিলিজ করে দেওয়া হয় বহু ফুটবলার কে। তার বদলে ফিরিয়ে আনা হয় লোবেরার পুরোনো ছাত্রদের। যাদের মধ্যে রয়েছেন মুম্বাই সিটি এফসির প্রাক্তন অধিনায়ক মুর্তজা ফল থেকে শুরু করে আহমেদ জাহুর মতো তারকা ফুটবলাররা। পাশাপাশি দেশীয় ফুটবলারদের মধ্যে বেছে নেওয়া হয়েছে একাধিক তারকাকে। তবে মন্দার রাও দেশাই কে দলে টানার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলে সই করেন এই তারকা।

তবে পুরোনো ফুটবলারদের মধ্যে থেকে এবার এই প্রতিভাবানের সঙ্গে চুক্তি বাড়ালো ওডিশা। তিনি ইসাক ভ্যানলাল রুয়াতফেলা (Issac Vanmalsawma )। আগামী ২০২৬ সাল পর্যন্ত এই প্রতিভাবনের সঙ্গে চুক্তি করেছে সার্জিও লোবেরার ওডিশা। মূলত রাইট উইঙ্গার হিসেবে অধিক পরিচিত হলেও খেলতে পারেন সেন্টার ফরোয়ার্ড হিসেব। গত সুপার কাপ জয়ের সময় দলের সঙ্গেই ছিলেন এই তরুণ। সমস্ত কিছু মাথায় রেখে তাই এই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল ক্লাব।