Transfer Window: নতুন দলের পথে ইস্টবেঙ্গলে খেলা মিডফিল্ডার

Amarjit Singh Kiyam

Transfer Window: ট্রান্সফার মার্কেট বন্ধ হওয়ার আগে এখনও বেশ কয়েক দিন বাকি। তার আগে ইতিমধ্যে হয়েছে একাধিক দল বদল। ট্রান্সফার মার্কেটের হালচাল দেখলে বলতে হয়, পিকচার আভি বাকি হ্যায়। ইস্টবেঙ্গল ক্লাবে খেলা মাঝমাঠের এক ফুটবলারও হয়তো নতুন দলে যোগ দিতে চলেছেন।

ভারতীয় ফুটবলে অন্যতম উদীয়মান ফুটবলার হিসেবে গণ্য করা হয় অমরজিৎ সিং কিয়ামের (Amarjit Singh Kiyam) নাম। ২০১৭ সালে আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন তিনি। খাতায় কলমে এতোদিন ছিলেন ফুটবল ক্লাব গোয়ার ফুটবলার। সৈকত নগরীর ক্লাবের সঙ্গে এবার সম্পর্কে ছিন্ন হতে পারে তার।

   

মণিপুর থেকে উঠে আসা মাঝমাঠের এই ফুটবলারকে ২০২১ সালে দলে নিয়েছিল এফসি গোয়া। বেশিরভাগ সময় লোনে খেলেছেন দেশের অন্য ক্লাবে। গোয়ার ক্লাবের জার্সিতে হাতে গোনা ম্যাচে নেমেছিলেন মাঠে। লোনে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। কুড়িটি কাছাকাছি ম্যাচ খেলেছিলেন লাল হলুদ জার্সিতে। ২০২১-২৩ লোনেই ছিলেন কলকাতার অন্যতম প্রধান এই ক্লাবে। দল যেমন প্রত্যাশা মতো খেলতে পারেনি, তেমনই নিজের নামে প্রতি সুনাম করতে করতে ব্যর্থ হয়েছিলেন অমরজিৎ সিং কিয়াম। সিনিয়র দল থেকে পরে ক্লাবের বি টিমে পাঠিয়েছিল ইস্টবেঙ্গল।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী চলতি ট্রান্সফার উইন্ডোতে দল বদল করতে পারেন অমরজিৎ সিং কিয়াম। সম্ভবত পাঞ্জাবের কোনো দলে যোগ দিতে পারেন তিনি। সম্প্রতি পাঞ্জাব এফসির নাম চর্চায় রয়েছে ফুটবল মহলে। গতবার আই লীগ সেরা হয়েছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। যার ফলে ইন্ডিয়ান সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাবের এই দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন