Transfer Window: মুম্বই ছেড়ে পুরোনো দলে ফিরতে চলেছেন এই তারকা, চিনুন

Transfer Window: গত আইএসএল মরশুমে অনবদ্য পারফরমেন্স ছিল রণবীর কাপুরের মুম্বই সিটি এফসির (Mumbai City FC )। যার দরুন একে একে প্রত্যেকটি ফুটবল দলকে টেক্কা…

Transfer Window, Rahul Bheke, Mumbai City FC , Old Team, Football

Transfer Window: গত আইএসএল মরশুমে অনবদ্য পারফরমেন্স ছিল রণবীর কাপুরের মুম্বই সিটি এফসির (Mumbai City FC )। যার দরুন একে একে প্রত্যেকটি ফুটবল দলকে টেক্কা দিয়ে সেবারের লিগশিল্ড জয় করেছিল এই দল। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ছিল মুম্বইয়ের ফুটবলপ্রেমী মানুষদের কাছে।

এই অনবদ্য সাফল্যের দরুন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলারও সুযোগ পায় ভারতের এই ফুটবল দল। যেখানে এফসি নাসাফ থেকে শুরু করে সৌদি আরবের অন্যতম শক্তিশালী ফুটবল দল আল-হিলনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয় মুম্বইকে। তবে খুব একটা সুবিধা করতে পারেনি রাহুলরা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম লেগেই দলের বিদায় সুনিশ্চিত হয়ে গেলেও পরবর্তীতে ঘরের মাঠে আলহিলারের বিপক্ষে ভারতীয় ফুটবলারদের পারফরমেন্স যথেষ্ট নজর কেড়েছিল দেশের ফুটবলপ্রেমী মানুষের। এক কথায় বলতে গেলে, সেই ফুটবল ম্যাচের ব্যাপক প্রশংসা কুরোয় সকলে।

তবে এবারেরই নয়া ফুটবল মরশুমে কিছুটা হলেও যেন পিছিয়ে পড়েছে মুম্বই সিটি এফসি। আসলে গত বছরের শেষের দিক থেকেই একের পর এক টুর্নামেন্ট খেলার দরুন খেলোয়াড় রা যে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছিলেন তারই প্রভাব এটি। বর্তমান সময়ে দাঁড়িয়ে ১১ ম্যাচে ২২‌ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় লেগে নিজেদের হারানো ছন্দ ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য। এই পরিস্থিতিতে দলের বেশকিছু বদল আনতে চাইছেন নতুন কোচ পেট্রো ক্র্যাটকি। তবে গ্রেগ স্টুয়ার্ট থেকে শুরু করে ফূর্বা লাচেনপার মতো ফুটবলাররা দলে থেকে গেলেও এবার হয়ত বাদ পড়তে চলেছেন দলের অন্যতম দাপুটে ফুটবলার রাহুল ভেকে।

হ্যাঁ ঠিকই শুনছেন। সব ঠিকঠাক থাকলে এবারের রিভিংটা ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে মুম্বই সিটি এফসি ছেড়ে পুরনো দল বেঙ্গালুরু এফসিতে পারি জমাতে পারেন রাহুল। একটা সময় এয়ার ইন্ডিয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে মুম্বই টাইগারস সহ মুম্বইয়ের বেশ কিছু ফুটবল দলে খেলেছেন রাহুল ভেকে। পরবর্তীতে যোগদান করেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গলে। সেখানেও একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছেন এই দাপুটে ফুটবলার। খেলেছেন এফসি কাপের সেমিফাইনাল ম্যাচ।

পরবর্তীতে পুনে সিটি এফসির মাধ্যমে আইএসএলে আগমন। সেখান থেকে যোগদান করেন বেঙ্গালুরু এফসিতে। খেলেছেন অনেকটাই সময়। জিতেছেন ট্রফি। তবে পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব ম্যানেজমেন্ট। যোগদান করেন মুম্বইসিটি এফসিতে। তবে সব ঠিকঠাক থাকলে এবার হয়তো ফের ঘরে ফিরছেন এই তারকা।