Transfer window: মোহনবাগানের নয়নমনিকে ‍রাজস্থান থেকে ‘হাইজ্যাক’ করল নর্থইস্ট

Transfer window

জানুয়ারি ট্রান্সফার উইন্ডো (Transfer window) মানেই একের পর এক চমক। বেশ কিছু দল ইতিমধ্যে নানান দারুণ সব দেশি এবং বিদেশি ফুটবলারদের দলে নিয়ে দারুণ চমক দিয়েছে ইতিমধ্যে।

৩২ বছর বয়সী স্প‍্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডের ফুটবলার জোসেফ বেইতিয়ার (Joseba Beitia) নাম ময়দান প্রেমীদের কাছে নতুন কোনও বিষয় নয়। ২০১৯ – ২০ মরশুমে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার।

   

এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের একটি বড় ক্লাব সই করিয়ে নিল এই ফুটবলারকে। বর্তমানে আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলছিলো এই ফুটবলার। এবার আইলিগের ক্লাব ছেড়ে আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডে যোগদান করলেন বেইতিয়া। এবার নর্থইস্টের হয়ে পায়ের জাঁদু দেখাবেন এই সবুজ মেরুন প্রাক্তনী।

শোনা যাচ্ছে গুয়াহাটিতে গিয়ে দলের সাথে প্রাক্টিসে যোগদান করবেন বলে প্রস্তুত হয়ে গিয়েছেন।চলতি জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু ভালোমানের দেশি -বিদেশি ফুটবলারদের দলে নিয়ে দারুণ চমক দিয়েছে নর্থইস্ট ইউনাইটেড।সেই তালিকায় নতুন সংযোজন এই বেইতিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন